বুবু আমারে বাঁচাও, পাঁচ লাখ টাকা না দিলে আমারে মাইরা ফালাইব। বুবু আমারে বাঁচা'

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ আগস্ট, ২০১৫, ১২:০৭:৩৮ রাত



এই আকুতিটি কোন যুদ্ধ বিধ্বস্ত দেশের কোন যুবকের প্রাণের আকুতি নয়, এটি আমাদেরই কারো মায়ের পেটের ভাইয়ের আকুতি।

এটি আফ্রিকার কোন দেশের ঘটনা নয়, এটি আমাদের বাংলাদেশেরই একটি ঘটনা।

এটি কোন বিদেশী হানাদার বাহিনীর অপকর্মের কাহিনী নয়, এটি আমাদের দেশের পুলিশ বাহিনীর বর্তমানে হিংস্র হয়ে ওঠা এক হায়েনার দলের কথা।

'বুবু আমারে বাঁচাও। পাঁচ লাখ টাকা না দিলে আমারে মাইরা ফালাইব। বুবু আমারে বাঁচা।

'-এই আর্তনাদ ২৩ বছরের যুবক নাহিদের। রাজধানীর মিরপুরের বাসিন্দা নাহিদ প্রাণে বাঁচতে পুলিশি বেষ্টনীর ভিতর থেকে আকুতি জানিয়েছিল তার বোন শিলার কাছে। কিন্তু নাহিদকে বাঁচাতে সেই পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারেনি শিলা।

৫০ হাজার টাকা নিয়ে হাজির হয়েছিল পুলিশের কাছে। কিন্তু সেই টাকা মুখের ওপর ছুড়ে মেরে পুলিশ বলে, হবে না। এক দাম পাঁচ লাখ! এক টাকা কম হলেও চলবে না। চার দিন পর নাহিদকে খুঁজে পাওয়া যায়। কিন্তু জীবিত নয়। গুলিবিদ্ধ লাশ হয়ে পড়েছিল ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

দেশনেত্রী ২০০৮ এ বলেছিলেন '' দেশ বাঁচাও মানুষ বাঁচাও'' বাস্তবে কি উপলব্ধি করছেন ?

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338340
২৯ আগস্ট ২০১৫ রাত ০১:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! কি যে হবে সুদূর আগামিতে? ভাবতেই অন্তর কেঁপে উঠে!
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
279860
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ আমাদেরকে সকল অনিষ্টয়তা থেকে হেফাযত করন
338351
২৯ আগস্ট ২০১৫ রাত ০৪:৫৯
শেখের পোলা লিখেছেন : এটিই আসল স্বাধীনতার চেতনা৷ পাক আমলের পুলিশ কোনদিন এমন কলপনাও করেনি৷ কারণ তাদের এ চেতনা ছিল না৷
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:২৫
279861
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
338381
২৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন : কত বেতন পায় একজন পুলিশ ? অথচ এই চাকরির জন্য মিলিয়ন মিলিয়ন টাকা স্পিডমানির আদান-প্রদান হয় । তবুও কেন এই চাকরিটার পাবার জন্য এবং জায়গা ধরে রাখার জন্য জোর লবিং চলে ?

এটাই কারণ
২৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৮
279875
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File