______________________স্বাধীনতা
লিখেছেন লিখেছেন উবায়দুল্লাহ রিয়াদ ২৯ আগস্ট, ২০১৫, ১২:৩৮:১৮ রাত
স্বাধীনতার ৪০ পেরিয়ে আজ।
স্বাধীনতাকে আজও মোরা স্মরণ করি।
পার্থক্য হলো তখনকার স্বাধীনতা ছিল
স্বাধীন,আর এখন স্বাধীনতা পরাধীন।
এখন ক্ষমতা তোমার...?তাহলে
স্বাধীনতাও তোমার।তুমি যা-ই
বলো,লিখো,চাও,বা ইচ্ছা কর সেটা
করার স্বাধীনতা তোমার আছে।কিন্তু
ক্ষমতা নেই....?তাহলে স্বাধীনতাও
নেই.......তুমি কিছু বলবে....? তাহলে
মুখোশ পরে বলো,কিছু লিখবে...?
তাহলে ফেইক পরিচয়ে লিখো।কিছু
করতে যাবে তো ছদ্মবেশ নিতে হবে।
কিন্তু কেন.......................................................?
সালাম,রফিক,জব্বার...... তারা কি এমন
স্বাধীনতার জন্যই যুদ্ধ করেছিল.......?
হে..... সালাম,রফিক,জব্বার আর
মুক্তিযোদ্ধাগন এমন স্বাধীনতার জন্যই
যদি দেশ স্বাধীন করে থাক তাহলে
আমি তাকে ধিক্ষার দেই।আর যদি
প্রত্যেকটা বাঙ্গালীর প্রকৃত
স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করে
থাক তাহলে যারা আজ অন্যের
স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদেরকে
তোমাদের পক্ষ থেকে থুথু দেই..........
মুক্তিযোদ্ধাদের স্মরণে এই..................
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন