______________________স্বাধীনতা

লিখেছেন লিখেছেন উবায়দুল্লাহ রিয়াদ ২৯ আগস্ট, ২০১৫, ১২:৩৮:১৮ রাত

স্বাধীনতার ৪০ পেরিয়ে আজ।

স্বাধীনতাকে আজও মোরা স্মরণ করি।

পার্থক্য হলো তখনকার স্বাধীনতা ছিল

স্বাধীন,আর এখন স্বাধীনতা পরাধীন।

এখন ক্ষমতা তোমার...?তাহলে

স্বাধীনতাও তোমার।তুমি যা-ই

বলো,লিখো,চাও,বা ইচ্ছা কর সেটা

করার স্বাধীনতা তোমার আছে।কিন্তু

ক্ষমতা নেই....?তাহলে স্বাধীনতাও

নেই.......তুমি কিছু বলবে....? তাহলে

মুখোশ পরে বলো,কিছু লিখবে...?

তাহলে ফেইক পরিচয়ে লিখো।কিছু

করতে যাবে তো ছদ্মবেশ নিতে হবে।

কিন্তু কেন.......................................................?

সালাম,রফিক,জব্বার...... তারা কি এমন

স্বাধীনতার জন্যই যুদ্ধ করেছিল.......?

হে..... সালাম,রফিক,জব্বার আর

মুক্তিযোদ্ধাগন এমন স্বাধীনতার জন্যই

যদি দেশ স্বাধীন করে থাক তাহলে

আমি তাকে ধিক্ষার দেই।আর যদি

প্রত্যেকটা বাঙ্গালীর প্রকৃত

স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করে

থাক তাহলে যারা আজ অন্যের

স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদেরকে

তোমাদের পক্ষ থেকে থুথু দেই..........

মুক্তিযোদ্ধাদের স্মরণে এই..................

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338375
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
নাবিক লিখেছেন : হায়! এমন স্বাধীনতা কি কারো কাম্য ছিলো...
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৭
279948
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : : তাহলে এমনটা কেন হলো...।Talk to the hand Talk to the hand Talk to the hand
338383
২৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৭
279949
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : ওকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File