ভারতের লাইভ টিভি চ্যানেল জাকির নায়েকের এক উ্ত্তরেই বাকী প্রশ্ন ভুলে গেছে সব ভি আই পি উপস্থিতরা।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ আগস্ট, ২০১৫, ১০:১৯:৫৭ রাত
একবার ভারতের একটি টিভি চ্যানেলের আয়োজন করা এক অনুষ্ঠানে সেদেশের বড় বড় সব ভি আই পি রা উপস্থিত ছিলেন।
সেখানে ড. জাকির নায়েক এবং বলিউড কিং শাহরুখ খানও ছিল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, ড. জাকির নায়েককে কৌশলে বিব্রত করার জন্য
শাহরুখ খান ড. জাকির নায়েককে প্রশ্ন করলেন,- 'আচ্ছা ড. সাহেব!
দাড়ি সম্পর্কে আপনি কি বলেন?
ড. জাকির নায়েক চাইলে কোরআন- হাদিসের রেফারেন্স টেনে শাহরুখকে
জবাবটা দিতে পারতেন।
কিন্ত, সেটি করলে অনেকটা 'উলুবনে মুক্তা ছড়ানো'র মত হয়ে যেত। তাই, যুক্তির কারিগর ড. জাকির নায়েক যুক্তিতে চলে গেলেন।
উনি বললেন, - ধরুন আপনার হাতে একটি প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
প্রতিটি প্রশ্নের মান নির্দিষ্ট করা আছে।
ঠিক সেভাবে ইসলামটাকে আপনি একটি প্রশ্নপত্র মনে করুন। ধরুন, এখানে
আপনাকে নামাজের জন্য নাম্বার দেওয়া হবে ২০, রোজার জন্য ২০। এভাবে করে নাম্বারগুলো নির্দিষ্ট করে দেওয়া হল, এবং দাড়ির জন্য দেওয়া হল ৩।
এখন আপনি যদি একজন এ প্লাস প্রত্যাশী ছাত্র হন,তাহলে আপনার কাছে কিন্ত ১ নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ন।
এই ১ নাম্বারের জন্য আপনার লেটার মার্ক মিস হতে পারে।তাই আপনার কাছে
কোন প্রশ্নই বাদ দেওয়ার সুযোগ নেই।
আপনাকে যেমন ২০ নাম্বারের নামাজ,২০ নাম্বারের রোজার ঠিক উত্তর দিতে
হবে,তেমনি ৩ নাম্বারের দাড়িরও ঠিক উত্তর দিতে হবে।কারন আপনি এ প্লাস
প্রত্যাশী।
আর যদি মনে করেন যে, 'না , আমি কোন রকমে পাশ করব', তাহলে আপনি চাইলে ৩ নাম্বারের দাড়ি টা ছেড়ে দিতে পারেন।
তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি কেবল পাশের জন্য পড়েন, তাহলে আপনার ফেল করার আশঙ্কাই থাকবে বেশি।
তো, যেখানে আপনি চিরকাল থাকবেন, সেখানে কি কোনভাবে টেনেটুনে পাশ
করতে চান, নাকি ভি আই পি হয়ে থাকতে চান?
আপনি তো এই সময়েরই ভি আই পি।
আপনি কি চান না আখিরাতেরও ভি আই পি হতে?
ড. জাকিরের যুক্তি শুনে শাহরুখ আর কিছু বলার সাহস পায়নি।
মুচকি হেসে চলে গিয়েছিল।।
বিষয়: বিবিধ
১৯৮৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকেও অনেক ধন্যবাদ
আমিন
আমিন
আপা সারাদিন লেপটপ নিয়ে পড়ে থাকি ( মাইন্ড করবে না এখন মনে হচ্ছে এটা আমার পরিবারের মতো )
অফিস থেকে বাসা শুধুই এটা ,
তাছাড়া সৌদিআরব থাকি পরিবার নাই সাথে প্রচুর সময় হাতে। অফিসে গেলেও তেমন কাজের চাপ সবসময় থাকে না। আমি একটা কম্পানিতে এ্যাডমিনিস্টেশন অফিসার হিসেবে কর্মরত
দোয়া করেন যে অতিসত্তর পরিবারের কাছে যেতে পারি, বিভিন্ন দেশ মিলে ২৪ বছর বিদেশে আছি
আপনাকে অনেক ধন্যবাদ
https://youtu.be/DRng-dgwuPI
আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর ভালো লিখেছেন এবং একটি অতীতের ঘটনা স্বরন করিয়ে দিলেন!
ডাঃ জাকির নায়কের সাথে টিভি অনুষ্ঠানটির উদ্দেশ্য ভালো ছিলোনা....।
ওটা ছিলো পিস টিভি চালু হবার আগের অনুষ্ঠান, পিস টিভি চালু হবার পর এই অনুষ্ঠানের ব্যাপারে পূর্নাঙ্গ একটি অনুষ্ঠান করা হয়েছিল। উপরে অনুষ্ঠানে লিংক দিলাম। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন