হায়!মুসলিম জাতির আজ একি অবস্থা???
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২০ আগস্ট, ২০১৫, ১০:৪৯:১২ রাত
বেশ কিছুদিন আগে কাঁটাবন মসজিদে জুম্মার নামায পড়লাম!ঐ মসজিদের জুম্মার খুৎবার প্রতি আমার আলাদা একটা প্রেম আছে।ইমাম সাহেব জুম্মার খুৎবায় যেসব সাহসী কথা বলেন, এসব কথা ৫৫ হাজার টাকা দিয়ে ওয়াজিয়ান ভাড়া করেও শুনতে পাওয়া যায় না!
যাই হোক,মূল কথায় আসি।আমি যখন ঢাকায় এসেছিলাম,তখন দেখতাম শুক্রবারের দিন মসজিদগুলোর সামনে ফকিরদের ভীড় লেগে থাকে!আমি মফস্বল এলাকার মানুষ!মসজিদের সামনে এতো ফকির কখনো আমি একসঙ্গে দেখিনি!তাই রীতিমত ঘাবড়ে গিয়ে ছিলাম!
নামায শেষে কাঁটাবন মসজিদের বারান্দায় দাড়িয়ে ফকিরদের ভিক্ষা করা দেখছি, আর মনে মনে আফসোস করতেছি!আহহা!মুসলিম জাতির একি অবস্থা!
হঠাৎ দেখলাম, ফকিরদের একদম শেষের সারিতে, বোরখা পরিহিতা এক বোন পরিষ্কার পাজ্ঞাবী পরা এক ভাই কোলে বাচ্চা নিয়ে সাহায্য উঠাচ্ছে!কিন্তু তাদেরকে দেখে পেশাদার ফকিরদের মতো মনে হল না!কারন ভাইটি ঠিক মতো সাহায্যও চাচ্ছিল না।তার চোখে মুখে ছিল,লজ্জা!
কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,সমস্যা কি? বোনটি কোলের ১ বছর বয়সী বাচ্চাটিকে দেখিয়ে বলল,ওর লিভারের সমস্যা!ওর চিকিৎসা করতে দৈনিক ১৫ হাজার টাকা লাগে!ওর আব্বু সামান্য একটা চাকরি করে!আমাদের যা ছিল,চিকিৎসা করতে গিয়ে সব শেষ!তাই বাধ্য হয়ে মুসলিম ভাইদের কাছে হাত পেতেছি!
শেষের কথাটি শুনে,আমার ভিতরে একটি দায়বদ্ধতা সৃষ্টি হল!আমার কষ্ট হয়, এই পরিমানের কিছু টাকা তাদের কে দিয়ে চলে আসলাম!পিছনে ফিরে তাকানোর মতো আমার আর অবস্থা ছিল না!কারন তখন আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে!
হায়!একি আমার জাতির অবস্থা!
অন্যদিকে, মুসলিম প্রধান বাংলাদেশে আসতেছেন পর্ন ষ্টার সানি লিওন!যাকে দেখতে হলে, ১৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে!আমার বিশ্বাস করতে কষ্ট হয়, আমাদের মধ্যকার অনেক তথাকথিত আগাল কাটা মুসলমান ইতিমধ্যে টাকা ষ্টক করে রেখেছেন, সানি লিওন কে একনজর দেখার জন্য!তার উলঙ্গ নৃত্য দেখার জন্য!
অথচ সেইদিনের শিশুটির মতো, হাজারো মুসলিম শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে!সেদিকে কারো কোন ভ্রুক্ষেপ নেই!এদের চিকিৎসার জন্য কোন বিত্তশালীকে এগিয়ে আসতেও দেখি না!কোন কোম্পানীকে স্পন্সর করতেও দেখি না!অথচ দেশীয় হাজার হাজার কোম্পানী, সানি লিওনের প্রোগ্রামে স্পন্সর হতে লাইন দিচ্ছে!
আজ শুধু বারবার কবি আল্লামা ইকবালের সেই অমর কবিতাটি মনে পড়ে যাচ্ছে,
“শোন এক জাতির ইতিহাস
প্রথমে তার ঢাল তলোয়ার
শেষে তবলা সেতার”।
আয় আল্লাহ!এই জাতির হুশ কবে ফিরবে?
ইয়া মাবুদ!তুমি আমাদের উপর খাস রহমত নাজিল করো!আমাদের অনুধাবন ক্ষমতাকে বাড়িয়ে দাও!আল্লাহুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনাটি শুনে আমারও কষ্ট লাগছে।
মন্তব্য করতে লগইন করুন