হায়!মুসলিম জাতির আজ একি অবস্থা???

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২০ আগস্ট, ২০১৫, ১০:৪৯:১২ রাত

বেশ কিছুদিন আগে কাঁটাবন মসজিদে জুম্মার নামায পড়লাম!ঐ মসজিদের জুম্মার খুৎবার প্রতি আমার আলাদা একটা প্রেম আছে।ইমাম সাহেব জুম্মার খুৎবায় যেসব সাহসী কথা বলেন, এসব কথা ৫৫ হাজার টাকা দিয়ে ওয়াজিয়ান ভাড়া করেও শুনতে পাওয়া যায় না!

যাই হোক,মূল কথায় আসি।আমি যখন ঢাকায় এসেছিলাম,তখন দেখতাম শুক্রবারের দিন মসজিদগুলোর সামনে ফকিরদের ভীড় লেগে থাকে!আমি মফস্বল এলাকার মানুষ!মসজিদের সামনে এতো ফকির কখনো আমি একসঙ্গে দেখিনি!তাই রীতিমত ঘাবড়ে গিয়ে ছিলাম!

নামায শেষে কাঁটাবন মসজিদের বারান্দায় দাড়িয়ে ফকিরদের ভিক্ষা করা দেখছি, আর মনে মনে আফসোস করতেছি!আহহা!মুসলিম জাতির একি অবস্থা!

হঠাৎ দেখলাম, ফকিরদের একদম শেষের সারিতে, বোরখা পরিহিতা এক বোন পরিষ্কার পাজ্ঞাবী পরা এক ভাই কোলে বাচ্চা নিয়ে সাহায্য উঠাচ্ছে!কিন্তু তাদেরকে দেখে পেশাদার ফকিরদের মতো মনে হল না!কারন ভাইটি ঠিক মতো সাহায্যও চাচ্ছিল না।তার চোখে মুখে ছিল,লজ্জা!

কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,সমস্যা কি? বোনটি কোলের ১ বছর বয়সী বাচ্চাটিকে দেখিয়ে বলল,ওর লিভারের সমস্যা!ওর চিকিৎসা করতে দৈনিক ১৫ হাজার টাকা লাগে!ওর আব্বু সামান্য একটা চাকরি করে!আমাদের যা ছিল,চিকিৎসা করতে গিয়ে সব শেষ!তাই বাধ্য হয়ে মুসলিম ভাইদের কাছে হাত পেতেছি!

শেষের কথাটি শুনে,আমার ভিতরে একটি দায়বদ্ধতা সৃষ্টি হল!আমার কষ্ট হয়, এই পরিমানের কিছু টাকা তাদের কে দিয়ে চলে আসলাম!পিছনে ফিরে তাকানোর মতো আমার আর অবস্থা ছিল না!কারন তখন আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে!

হায়!একি আমার জাতির অবস্থা!

অন্যদিকে, মুসলিম প্রধান বাংলাদেশে আসতেছেন পর্ন ষ্টার সানি লিওন!যাকে দেখতে হলে, ১৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে!আমার বিশ্বাস করতে কষ্ট হয়, আমাদের মধ্যকার অনেক তথাকথিত আগাল কাটা মুসলমান ইতিমধ্যে টাকা ষ্টক করে রেখেছেন, সানি লিওন কে একনজর দেখার জন্য!তার উলঙ্গ নৃত্য দেখার জন্য!

অথচ সেইদিনের শিশুটির মতো, হাজারো মুসলিম শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে!সেদিকে কারো কোন ভ্রুক্ষেপ নেই!এদের চিকিৎসার জন্য কোন বিত্তশালীকে এগিয়ে আসতেও দেখি না!কোন কোম্পানীকে স্পন্সর করতেও দেখি না!অথচ দেশীয় হাজার হাজার কোম্পানী, সানি লিওনের প্রোগ্রামে স্পন্সর হতে লাইন দিচ্ছে!

আজ শুধু বারবার কবি আল্লামা ইকবালের সেই অমর কবিতাটি মনে পড়ে যাচ্ছে,

“শোন এক জাতির ইতিহাস

প্রথমে তার ঢাল তলোয়ার

শেষে তবলা সেতার”।

আয় আল্লাহ!এই জাতির হুশ কবে ফিরবে?

ইয়া মাবুদ!তুমি আমাদের উপর খাস রহমত নাজিল করো!আমাদের অনুধাবন ক্ষমতাকে বাড়িয়ে দাও!আল্লাহুম্মা আমীন।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337221
২১ আগস্ট ২০১৫ রাত ১২:১৪
নাবিক লিখেছেন : সানি লিওনের কাছে আর কি দেখার বাকী আছে মানুষের আমি সেটাই বুঝিনা।
২১ আগস্ট ২০১৫ রাত ১২:২০
278883
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : হাহাহা!দারুন বলেছেন তো!Rolling on the Floor
337230
২১ আগস্ট ২০১৫ রাত ০১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর তুলনায় দারুণ লিখেছেনঃ অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৬
279125
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।শুকরান।
337271
২১ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই জাতি কি আর মানুষ আছে! কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর আমরা কোটি টাকা ধ্বংস করছি।
ঘটনাটি শুনে আমারও কষ্ট লাগছে।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৮
279128
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : মানুষ ঠিকই আছে!শুধু মাঝখান থেকে বিবেকটা গায়েব হয়ে গেছে!আজকের শিক্ষিতদের মাষ্টার ডিগ্রী আছে কিন্তু চরিত্র নেই,মানবতা নেই,মনুষত্য নেই বিবেক নেই।
337338
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
শেখের পোলা লিখেছেন : খলিফা হজরত ওমর রাঃ বলেছিলেন, আমার রাজ্যে যদি একটা কুকুরও না খেয়ে মরে তবে আমাকেই দায়ী হতে হবে৷ এমন শাসনকর্তা এলেই অবস্থা বদলে যাবে৷
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৮
279129
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বক্করের মতো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File