!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-১২) =========================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ আগস্ট, ২০১৫, ০৫:২৫:৪৭ বিকাল



১৯৮১ সালের এক বৃষ্টিভেজা সকাল।

কারেন্টের তার চুরি করে মহিষের গাড়িতে উপর নিচে ধানের খড় দিয়ে পেচিয়ে অন্যত্র পাচার করছিল।



বৃষ্টি ভেজা রাস্তা হলেও মহিষের গাড়িতে খড় নিয়ে যেতে মহিষের অনেক শক্তি ব্যাবহার দেখে এবং গাড়ির চাকা মাটিতে গেড়ে যাওয়া দেখে কয়েকজনের সন্দেহ হলে পর তাদেরকে জিজ্ঞাসা করলো গাড়িতে কি নিয়ে যাচ্ছেন !

সঠিক জবাব না হওয়াতে চ্যালেন্জ করে চোর বলে সাব্বাস্ত করেছে।

মালসহ চোরদেরকে রাজ্জাক শাহর বাড়ীতে নিয়ে চোরের গ্রামের বাড়ীতে খবর দিল ।

অবশেষে সনাক্ত হলো এক চেয়ারম্যান জড়িত এই চুরির মুল ঘটনার সাথে জড়িত।

৫০ হাজার টাকার বিনিময়ে কেচ-কামারি না করতে আমাদের গ্রামবাসীদেরকে অনুরোধ করলো এবং চুরিকৃত মাল ও দাবি করলো না।

হটাত পুরা গ্রামবাসীকে মিটিংয়ের আহবান করলো আব্দুল গফুর সহ অনেকে।

মিটিংয়ে সিদ্ধান্ত হলো চোরের কাছ থেকে প্রাপ্য টাকা এবং চুরিকৃত মালের বিক্রিত টাকা দিয়ে গ্রামে প্রাইমারী স্কুল প্রতিষ্টা করবে।

বাহ সুন্দর উদ্দোগ !

পরের দিনই আমাদের গ্রাম , হাজরা তলা , ভগবাননগর এবং ভুপতিপুরের সকল স্কুল পড়ুয়া ছাত্রদের অভিভাবকে বলা হলো আগামি কাল থেকে কাষ্টসাগরা স্কুল চালু হবে সবাই বাচ্চারা এখানে আসতে হবে।

আমরাতো কি খুশি ! তার কি বলল!!

আগে হেটে হেটে দুই কিলোমিটার যেতে হতো আর এখন বাড়ীর কাছে আহ কি মজা !!

রিজা শাহ প্রধান শিক্ষক , শুসান্ত স্যার দ্বিতীয় শিক্ষক ,সৈয়দ স্যার তৃতীয় শিক্ষক এবং দুদু স্যার চতুর্থ শিক্ষক।

স্কুলের পথে হাজি অফিল উদ্দিনের বাড়ী ।

ওনার কাচারীর কাছে আতা গাছ ছিল অনেকে আতা ছিড়ে দে দৌড় তবে বাস্তবতা হলো আমি কিন্তু এমনটা করিনাই ,অন্যরা করতো আমি হৈহুল্লুড় করতাম



একদিন দুপুরে স্কুলের পাশের বাড়ীতে ভর দুপুর একটা ছেলে মারা গেছে পর আমরা সবাই সেখানে ছুটে গিয়েছিলাম।

কোন কারন ছাড়াই হটাত বাড়ীর সামনে বেগুনের জমি সেখানে মরে ছিল ।

সেই মৃত্যকে কেউ বলতেছিল জ্বিনে মেরেছে কেউ বলেছিল ভুতে মেরেছিল কিন্তু কারনটা তখন আর জানা জায়নি ।

পরবর্তি পর্বে দেখা হবে

বিষয়: বিবিধ

২০৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336443
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
নাবিক লিখেছেন : ভালো লাগলো+++
পর্বগুলো আরেকটু বড় করা যায় না?
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫১
278311
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ আগামী পর্ব বড় করব
আপনাকে অনেক ধন্যবাদ
336461
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০০
শেখের পোলা লিখেছেন : পরের পর্বে জেনে নেব৷
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
278325
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck Good Luck
336506
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:২৫
নারী লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৫ রাত ১০:২৬
278361
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
336579
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : চোরের টাকা দিয়া আমনেদের এলাকায় পরথম স্কুল প্রতিষ্ঠা!!! হা, হা, হা। তাইলে আহেন সবাই সত কাম করিতে সবাই চোর ধরি।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
278412
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হাহা
আপনাকে অনেক ধন্যবাদ Rolling on the Floor Good Luck
336592
১৮ আগস্ট ২০১৫ সকাল ১১:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চোরের খনি আছে না দেশে?
ধন্যবাদ
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৫
278413
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File