পাবলিক‬ সার্কাস

লিখেছেন লিখেছেন রফিক খন্দকার ১৭ আগস্ট, ২০১৫, ০৫:১৮:২৯ বিকাল

গত বৃহস্পতিবার রাতে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। পরিচিত একজন সাইক্লিস্ট আরেকজনের চিকন চাকার সাইকেল চালাতে গিয়ে এক্সিডেন্ট করে হাতের তালু এবং হাঁটুর চামড়া রাস্তায় রেখে এসেছে। বেচারা যখন আমাকে দেখাচ্ছিল আমি তখন অবাক হয়েছিলাম। কারন সে পাকা সাইক্লিস্ট এবং ৬ ফিট লম্বা মানুশ। তার হাত পায়ের অবস্থা আমাকে দেখানোর সময় আমি তারাতারি তাকে ডেটল দিয়ে ধুয়ে বেথার ঔষধ খেতে বলি। চায়ের দোকানে আমার সামনের বেঞ্চে এক লোক খুব রসিয়ে রসিয়ে পান খাচ্ছিল হাত ভরা ছিল চুন।

হটাৎ সেই লোকটি হাতের চুন নিয়ে আহত বেক্তির চামড়া ছিলে যাওয়া জায়গায় লাগিয়ে দেবার জন্য এগিয়ে গেল। আমি সহ আরেকজন প্রায় চিৎকার করে উঠলাম, আরে ভাই করেন কি, করেন কি? পান খাওয়া লোকটি বলল, দাঁড়ান চুন লাগাই দিলে দশ মিনিটে ভাল হইয়া যাইব। আমরা নিষেধ করতে করতে লোকটি আবারো লোকটি লাগিয়েই দিচ্ছিল। অনেক কষ্টে উনাকে নিবৃত করা গেল।

লোকটি এবার আমার উপর মহা ক্ষ্যাপা, কারন আমি তার চুন থেরাপি টা দিতে দিলাম না। আমি চুন ওয়ালা লোকটিকে বললাম , এই বুদ্ধি আপনারে কে শিখাইছে? সে আমার সাথে তর্ক জুরে দিল, বলল আপনি ৫০০ লোকেরে জিগান সবাই বলব যে চুন দিলে ভাল হয় কাটা ছেড়া , সারা জীবন কত দিলাম।

আপনারা ভেবে দেখুন এবার, বাংলাদেশের মানুশ কত মূর্খ এখনো, কাটা ছেড়া জায়গায় নাকি চুন দিয়ে ভাল হয় ??? চুন হচ্ছে ক্ষার বা এসিড জাতীয় জিনিশ, যা ভাল জায়গায় দিলেই পুড়ে যায়। এই লোক নিশ্চয়ই আরও কোন লোক কে কাটা যায়গায় চুন দিয়ে খুব আরাম পাইয়ে দিয়েছিল !!!

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336462
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০২
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু৷ তবে জানি চূনের নাকি অনেক গুন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File