চাকরির জন্য ইন্টারভিউ চলছে। গোপালগন্জের লোক ইন্টারভিউ দিচ্ছে :-=====================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ আগস্ট, ২০১৫, ১১:৪৭:৪২ রাত

চাকরির জন্য ইন্টারভিউ চলছে।



-- নাম কি তোমার?

: স্যার, কামাল হোসেন।

-- বাবার নাম কি??

: জামাল হোসেন।

-- দেশের বাড়ি কোথায়?? :

স্যার গোপালগঞ্জ।

-- গুড.. গুড.. তোমার নাম দেখছি লিস্টে আছে।

এইচ টি ইমাম পাঠিয়েছেন।

: জী স্যার।

আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রলীগের একজন নেতা... --

হুম... এক্সিলেন্ট।

এইচ টি ইমাম সাহেব তোমাদের চাকরির জন্য যে কোচিং করিয়েছেন সেখান

থেকে একটা প্রশ্ন করি।

: (হাসি হাসি মুখ নিয়ে) জী স্যার,

অবশ্যই। -- "আমি বৃষ্টি দর্শন করতে ভালোবাসি"

এটার ইংরেজি অনুবাদ কি হবে??

: খুব সোজা স্যার... I like to 'rape' Brishti. -- (থতমত খেয়ে)

সার বলছেন ,বাবা আমি বৃষ্টি "দর্শনের" কথা বলেছি,

"ধর্ষণ"-এর কথা বলিনি।

: ওহ... সরি স্যার। আসলে ধর্ষণ করতে করতে অভ্যাস তো.........

-- ঠিক আছে... সমস্যা নাই।

এবার এটার ইংরেজি অনুবাদ কর-

"আমি আমার কুকুরকে মাংস খাওয়াই।" :

স্যার এটাও খুব সহজ--- "I eat my dog's meat."

-- (একটু কেশে নিয়ে) বাবা আবারো ভুল করলা।

তুমি যে অনুবাদ করলা এটার বাংলা অর্থ হয় "আমি কুকুরের মাংস খাই।"

: স্যার আসলে নিজেরা নিজেরা মারামারি করি তো... তাই নিজেদের মাংস

মাঝে মাঝে নিজেদেরই খেতে হয়।

-- হুম বুঝেছি বাবা।

কিন্তু তোমাকে তো নিতেই হবে... ঠিক আছে

বাবা...তুমি ভাইভাতে টিকে গেছো।

তোমার চাকরি হয়ে গেছে।

কারণ তোমার চাকরি না হলে যে আমার চাকরি চলে যাবে।

চাকরি পেতে চান ?? জয় বাংলা বলে চাকরির ইন্টারভিউ দিতে যান।

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335286
১১ আগস্ট ২০১৫ রাত ১১:৫২
নাবিক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২ আগস্ট ২০১৫ রাত ১২:২৩
277233
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
335287
১২ আগস্ট ২০১৫ রাত ১২:১০
মাটিরলাঠি লিখেছেন :
বৃষ্টি দর্শন করিবার যোগ্যতা থাকিলেই চাকরী।
১২ আগস্ট ২০১৫ রাত ১২:২৪
277234
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Happy>- Happy>- Happy>-
335294
১২ আগস্ট ২০১৫ রাত ০১:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাকরি টা কি ছিল???
ধর্ষক বাহিনিতে!!
১২ আগস্ট ২০১৫ সকাল ১০:০৭
277283
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক ধরেছেন
আপনাকে ধন্যবাদ
335307
১২ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৬
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : অসাধারন লিখছেন, ধন্যবাদ!
১২ আগস্ট ২০১৫ সকাল ১০:০৭
277284
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
335336
১২ আগস্ট ২০১৫ সকাল ১১:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ইন্টারভিউ পর্বে শাহবাগী গাঞ্জাখোর আর লাফাঙ্গামীর অভিজ্ঞতা থাকলে সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হওয়ার একটি অলিখিত নির্দেশনা আছে।
আরো একটি যোগ্যতা হচ্ছে-চানক্যের বংশের ঔরসজাত রক্ত তার মধ্যে থাকতে হবে।
১২ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
277296
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে সম্পুর্ন একমত
আপনাকে অসংখ্য ধন্যবাদ
335426
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৪
শুভ কবি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫০
277352
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File