বাংলাদেশের কিছু সাবেক মন্ত্রীদের অমিয় বানী. আসেন কান্না করি...আর কান্না না আসলে হাসাহাসি করি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ জুলাই, ২০১৫, ০৭:৪৯:৫৮ সন্ধ্যা
বাংলাদেশের সাবেক মন্ত্রীদের অমিয় বানী. আসেন কান্না করি...আর কান্না না আসলে হাসাহাসি করি
১.“আল্লাহ্র মাল আল্লায় নিসে” - আলতাফ হোসেন।
২.“ভাতের বদলে বাঁধাকপি খান” -সাইফুর রহমান
৩।“উই আর লুকিং ফর ‘শত্রুস’” -লুৎফুজ্জামান বাবর।
৪। “মোবাইল বেশী চার্জ দেয়া হয় বলে বিদ্যুৎ সংকট” -গয়েশ্বর রায়
৫। ১৫ আগস্ট পাশের দেশ ভারত স্বাধীনতা দিবস পালন না করলে খালেদা জিয়াও তার জন্মদিন পালন করবেন না।-হান্নান শাহ্
৬।"পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে।সোনা ডা খালি লাল হইয়া গেছে- সাকাচৌ।
৭। দেশে খুন বেড়েছে, অপরাধ বাড়েনি- আলতাফ হোসেন
৮।মৃতদের প্রতিটি পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে ১ টি করে ছাগল দেওয়া হবে---কর্নেল আকবর
৯।বাংলা ভাই বলতে কেউ নাই, সবই মিডিয়ার সৃষ্টি ---বাবর
১০।মা কালির কৃপায় আমরা সংবিধানে "বিসমিল্লাহ" ফিরিয়ে আনব। গয়েশ্বর রায়।
১১। "তোমরা সবাই বড় হয়ে শেক্সপিয়ারের মতন বড় বিজ্ঞানী হবে"- দিনাজপুরে এক স্কুলের মাঠের জনসভায় জনৈক বিএনপি-র এক মন্ত্রী।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৯ নং টা মনে হয় নিজামী বা সাঈদীর কেউ একজন বলেছিল
মন্তব্য করতে লগইন করুন