সাহস পেয়েছি বিচার চাওয়ার ( আবেগ পোস্ট )

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ জুলাই, ২০১৫, ০৭:০০:১২ সন্ধ্যা



রাজন হত্যার পর দেশ বিদেশের বাংলাদেশী জনগনের সাহসিকতা আমাকে সাহস দিয়েছে বিচার চাওয়ার ।

বাংলার জনগণ চাইলে অনেক কিছু করতে পারে। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হলে সকল খুনিদের বিচার হওয়া সম্ভব। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত যত খুন করেছে আওয়ামী সন্ত্রাসীরা সকল খুনের বিচার করা সম্ভব। সৌদি প্রবাসী বাংলাদেশীরা প্রমান করেছে দেশের মাটি ও মানুষের জন্য কি পরিমনা ভালবাসা।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিতকে যারা খুন করেছে তারাই দায়ী রাজন হত্যার জন্য। বিশ্বজিত কি অপরাধ করেছিল খুন হতে হলো ? ছাত্রলীগের সন্ত্রাসে উত্সাহী হয়ে দেশের আম জনতা খুনি হচ্ছে। লগি বৈঠার ২৮ অক্টোবরের খুনি বাপ্পাদিত্য বসু ,বাম ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত সকল খুনিদের বিচার চাই । ২৮ অক্টোবরের হুকুম দাতা শেখ হাসিনা , ডক্টর ইকবাল ,মতিয়া চৌধুরী ,মায়া ,কামরুল ইসলামের বিচার চাই। বিচার চাই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার চাই রাজন হত্যার খুনিদের।



বিষয়: বিবিধ

৯৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329968
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
শেখের পোলা লিখেছেন : বিচার একদিন হবেই৷ জাগতীক না হলেও আখেরাতের বিচার অবশ্যই হবে৷
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
272230
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ Good Luck Good Luck
329993
১৪ জুলাই ২০১৫ রাত ১১:১৭
আবু জান্নাত লিখেছেন : সহমত
১৪ জুলাই ২০১৫ রাত ১১:৩১
272248
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
330001
১৫ জুলাই ২০১৫ রাত ১২:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিচার এর সময় আসছে।
১৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২১
272331
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে আর তখন সকল হত্যার বিচার হবে ইনশা আল্লাহ
330060
১৫ জুলাই ২০১৫ সকাল ১০:৪০
হতভাগা লিখেছেন : ৫ লাখ টাকায় আপোস করার চেষ্টা করা হচ্ছে । এই টাকার অংক যদি আরও বাড়িয়ে প্রশাসন ও নেতাদেরকে ম্যানেজ করার জন্য ব্যয় করা হয় তাহলে ঐ খুনি সহজে পার পেয়ে যেতে পারে ।

জনগন দুই তিন দিন হাউ কাউ করার পর আর তেল পাবে না । ফলে অন্যান্য ঘটনার মত এটাও ধামা চাপা পড়ে যাবে ।
১৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২০
272330
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই বাংলাদেশের আসর রূপ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File