সাহস পেয়েছি বিচার চাওয়ার ( আবেগ পোস্ট )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ জুলাই, ২০১৫, ০৭:০০:১২ সন্ধ্যা
রাজন হত্যার পর দেশ বিদেশের বাংলাদেশী জনগনের সাহসিকতা আমাকে সাহস দিয়েছে বিচার চাওয়ার ।
বাংলার জনগণ চাইলে অনেক কিছু করতে পারে। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হলে সকল খুনিদের বিচার হওয়া সম্ভব। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত যত খুন করেছে আওয়ামী সন্ত্রাসীরা সকল খুনের বিচার করা সম্ভব। সৌদি প্রবাসী বাংলাদেশীরা প্রমান করেছে দেশের মাটি ও মানুষের জন্য কি পরিমনা ভালবাসা।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিতকে যারা খুন করেছে তারাই দায়ী রাজন হত্যার জন্য। বিশ্বজিত কি অপরাধ করেছিল খুন হতে হলো ? ছাত্রলীগের সন্ত্রাসে উত্সাহী হয়ে দেশের আম জনতা খুনি হচ্ছে। লগি বৈঠার ২৮ অক্টোবরের খুনি বাপ্পাদিত্য বসু ,বাম ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত সকল খুনিদের বিচার চাই । ২৮ অক্টোবরের হুকুম দাতা শেখ হাসিনা , ডক্টর ইকবাল ,মতিয়া চৌধুরী ,মায়া ,কামরুল ইসলামের বিচার চাই। বিচার চাই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার চাই রাজন হত্যার খুনিদের।
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনগন দুই তিন দিন হাউ কাউ করার পর আর তেল পাবে না । ফলে অন্যান্য ঘটনার মত এটাও ধামা চাপা পড়ে যাবে ।
মন্তব্য করতে লগইন করুন