তোমরাই সুমাইয়ার বোন- তোমাদেরকে অপমানের কারনে এই সরকার কঠিন থেকে কঠিন ঢংশের দুয়ারে যাবে ইনশাআল্লাহ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ জুলাই, ২০১৫, ০৬:৩২:৪৩ সন্ধ্যা
ফারজানার পক্ষের উকিল বলছেন- খিলগাঁও থেকে প্রদানিশিন ২৪ জন মেয়েকে আটক করেছিলো পুলিশ । তারা সেখানে রমজানের তাৎপর্য নিয়ে ধর্মীয় বৈঠক করছিলেন । এসময় পুলিশ বাড়িটি ঘেড়াও করে তাদের আটক করে । তারা এই অনুষ্ঠানটি রাস্তায় নয়, হলে নয়, ক্লাবে নয় বরং একটি ব্যাক্তিগত মালিকানাধীন বাড়িতে করছিল । শেষ পর্যন্ত কি ঘরের ভিতরও ইসলাম চর্চা নিষিদ্ধ হয়ে গেছে ?!
ফারজানা জানলো তাদেরকে জামিন দেয়া হয়নি । বিচারক ওদেরকে জেলখানায় পাঠিয়ে দিতে বলেছে । তার মানে এটা এস্টাবলিশ হয়ে গেলো যে কুরআনের তালিম নেয়া একটা অপরাধ ! ধর্মীয় আলোচনা করা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করা অপরাধ ! ঠিক যেমন সুমাইয়া অপরাধ করেছিল ঈমান এনে ! ফারজানা ভাবছিলো, তাহলে উতবা, শাইবা, আবু জেহেলটা কে ?
আজ আর ফারজানার মনে কোন কষ্ট নেই । কোরআনের দাওয়াত দেয়ার অপরাধে আজ চার বছর আল্লামা সাঈদী সহ কতো নেত্রীব্রিন্দ জেলে আছেন । কতো ভাইএর রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে । কতো ভাই পঙ্গু হয়েছেন । কতো মায়ের বুক খালি করে দিয়েছে জালিমরা । শহীদ করেছে আমার ভাইদেরকে ।
প্রিজন ভ্যানের দিকে হাঁটতে হাঁটতে মুনা আপুর দিকে তাকিয়ে ফারজানা দেখলো, আপু হাসছেন । চোখাচোখি হতেই মুনা আপু বললেন – সুমাইয়ার বোন, কেমন আছো ?
ফারজানার বুকটা হঠাৎ অন্যরকম আনন্দে ভরে গেলো । কান্নার ঢেউ আসলো । সত্যিই কি আমরা সুমাইয়ার বোন হবার সৌভাগ্য অর্জন করতে পেরেছি ? ক’জনের সেই সৌভাগ্য হয় ?
কাপড় চোপড়ের একটা ব্যাগ হাতে আব্বা দাঁড়িয়ে আছেন শুকনো মুখে । ফারজানা আব্বার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, আব্বা কান্না লুকানোর চেস্টা করতে ড়ও রতে বলছেন চিন্তা করিস না মা, আমি আমি ......... প্রিজন ভ্যান ছেড়ে দিল ।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখের বেটিরে আল্লার সরাসরি মদদ অথবা বন্দুকের নল এর বাইরে তাকে ক্ষমতা থেকে নামানো অনেক কঠিন হবে
মন্তব্য করতে লগইন করুন