শায়েখ মতিউর রহমান কি বলেছেন ?

লিখেছেন লিখেছেন সত্যের ০৪ জুলাই, ২০১৫, ০৭:২৬:৪১ সন্ধ্যা



চাঁদ যদি কোন যায়গায় দেখা যায়, তাহলে সে সম্পর্কে সারা বিশ্বের মুসলিমদের ভুমিকা কি ?

(উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে) আজকাল খবর পৌঁছান সহজ ।

(তাই বিশ্বের যে কোন দেশের প্রথম চাঁদ দেখার ভিত্তিতেই বিশ্বব্যাপী একযোগে সিয়াম-ঈদ শুরু করা)

“““এটি সবচাইতে ভাল ।

কারন যোগাযোগ ব্যবস্থা এখন সুন্দর ।

খবর পৌঁছে যায় দ্রুত মানুষের কাছে ।

সুতরাং এর উপর যদি আমল করা যায় তাহলে সুন্দর ।

কোন অসুবিধা নেই ।

আর এটি কোন নতুন কথা নয় ।

আর এটি কোন গুমরাহী বিভ্রান্তি নয়”””

শায়েখ মতিউর রহমান মাদানী স্পষ্ট করে বলেছেন তার Ekoi DIne roja ba Eid er Chad er somadhan লেকচারে ।

http://www.mediafire.com/download/absbubvkj1f21sj/eki+DIne+roja+ba+Eid+er+Chad+er+somadhan.mp3 (ক্লিক করে ডাউনলোড করে নিন)

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328668
০৫ জুলাই ২০১৫ রাত ০২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ..
328705
০৫ জুলাই ২০১৫ সকাল ১১:৪৬
ইসলামী দুনিয়া লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ।
329171
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হায়রে আহলে হাদিস!! সবাই গায়ের জোড়ে নিজ মতবাদ প্রতিষ্ঠায় লিপ্ত।
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৪
271575
সত্যের লিখেছেন : গায়ের জোড়ে নয়, আপনি নিচের লেখাটি ক্লিক করে দেখুন কুরআন-হাদিসে এমনকি মাযহাবী কিতাব কি বলে
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/66306#.VZ3t5PmqooI
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:১৫
271598
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাই শুনুন আমি ছোটকালে বছরখানিক কওমী মাদ্রাসায় হেফজ পড়েছি। প্রায় ২পারার মত কোরান মুখস্তও আছে। হাফেজীটা যদিও শেষ করা হয়নি জেনারেল লাইনেই চলে আসা হয়েছে কিন্তু সেই ছোটকাল থেকেই কওমী মাদ্রাসার আলেমদের সাথে সখ্যতা ছিল। আরবী ভাষাটাও শিখেছি যদিও খুব একটা দক্ষ আমি না। যদিও আমি আলেমনা কিন্তু বেদাত অথবা সুন্নাহ, মাজহাব ইত্যাদি ব্যাপারে মাশাআল্লাহ স্পষ্ট জ্ঞান আছে। মিনিমাম ভুল-ঠিক টা বুঝতে পারি। আজকাল তো সবাই কোরানের বাংলা অনুবাদ আর হাদিসের বাংলা অর্থ পড়েই রীতিমত দ্বীনের ব্যাপরে ফতোয়া প্রদান শুরু করেছে, ভাবটা এমন যেন তারাই আলেম আল্লাহ অন্তত আমাকে এই লেভেলে রাখেননি। আলহামদুলিল্লাহ। আমি মানি কওমী মাদ্রাসার আলেমদের কোন কোন বিষয়ে ভুল আছে আবার আহলে হাদিসরা মাশাআল্লাহ বেশ অনেক ভাল কাজ করছেন যা মূলত কওমী আলেমদের করা উচিত ছিল কিন্তু তা করতে গিয়ে আহলে হাদিসরা মাঝে মাঝে খুব বাড়াবাড়িরকম কথা বলেন এটা কখনো সঠিক হতে পারেনা। প্রথমেই বলে নেই একজন মুসলিম হিসেবে আমি মনেপ্রাণে খেলাফতের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখি, গণতন্ত্রকে যারা ইসলামিকরণের চেষ্টায় লিপ্ত তাদের সিদ্ধান্তকে ভুল বলি। এব্যাপারে আমি মতিউর রহমান মাদানীকে সমর্থন করি তবে এখন তার কথাকে আমি গুরুত্ব দেইনা কেন জানেন?? তিনি তার একটি লেকচারে বলেছিলেন, গণতান্ত্রিক ব্যাবস্হা যারা কায়েম করেছে, যারা যারা সংসদে আইন তৈরী করছে, যারা এর প্রয়োগ করছে, বাস্তবায়ন করছে তারা অবশ্যই কুফরী করছে। আর যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী দল বানচ্ছে এর প্রয়োগ করছে এবং যুক্তি দিচ্ছে আসলে আমাদের কিছু করার নেই, আমাদের বাধ্য করা হচ্ছে, এরাও ফাসিক। অথচ মজার বিষয় এই ব্যক্তি সৌদি আরবের রাজতন্ত্র সম্পর্কে কখনো কোন ফতোয়া দিতে চাননা, বরং তোষামদি আচরণ প্রকাশ পায় যেখানে রাজতন্ত্রও হারাম, সৌদি রাজাদের হাজার ইসলাম বিদ্বেশী কর্ম, ক্ষমতার জন্য পশ্চিমা জোটের গোলামী কোন কিছুই এসব মহান ব্যক্তিদের চোখে পরেনা। তারা দেখে কোথায় রিস্ক ফ্রি ওয়েতে ফতোয়াবাজি করা যায়। এমন দুমোখোনীতির লোকজনকে অন্তত আমি অনুসরণের পক্ষে মোটেও রাজিনা।
১১ জুলাই ২০১৫ সকাল ০৯:৩০
271826
সত্যের লিখেছেন : কোন দলের, ব্যক্তির কিছু ভুল থাকলে সেটা মানা যায় না ।
তাই বলে তার সব কিছু বিরোধিতা করব এটাও ঠিক নয় ।
আপনি কমেণ্টে """সবাই""" শব্দ দ্বারা তাই করেছেন না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File