তিনটি লিমেরিক(৪-৬)
লিখেছেন লিখেছেন সাদ ভাই ৩১ আগস্ট, ২০১৪, ১১:২৭:৪৯ সকাল
সবকিছুতে পকপকানি শুনতে বড়ো জ্বালা
ধনুক ভাঙ্গা পণ করে তাই দিলাম নীতিমালা
স্বাধীনতার সব টাই আমি
আমার স্বাধীনতাই দামি
অন্যগুলো বশ করেছি এবার তোদের পালা।
[লিমেরিক-০৪ : প্রিন্ট মিডিয়া]
একটি মহল যে সংবাদে থাকবে সদা তুষ্ট
সম্প্রচারের জন্যে শুধু সে সংবাদই সুষ্ঠ
অন্য মহল, ভিন্ন কথা;
থাকবেনা তাঁর যথার্থতা।
ব্রোডকসিং এর এই পলিসি যার-পরনাই দুষ্ট।
[সাদ শারীফঃ লিমেরিক-০৫]
গিন্নী বলে যাচ্ছি চলে রাখবে কি কেউ থামাই?
পারো শুধু ঝগড়া-ঝাটি করছোনাতো কামাই।
টাশকী খেয়ে কর্তা বলে
কোথা তুমি যাচ্ছো চলে
আমি তো তোমার বাড়ির আস্ত ঘরজামাই !
[লিমেরিকঃ০৬]
ফেসবুকে আমি
https://www.facebook.com/saad.sharif.180
বিষয়: সাহিত্য
১১৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালোলাগার গান গাওয়ায় আপনাকে মাল্য
মুজিব কোট পড়া মুরগীও কি ধাওয়া খায় ?!
যে কোটই পরা থাকুক.... ধাওয়া মিস নেই
তবে সুন্দর হয়েছে । ভাইয়া । ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন