তিনটি লিমেরিক(১-৩)
লিখেছেন লিখেছেন সাদ ভাই ১৮ আগস্ট, ২০১৪, ০৬:৩৬:২৪ সন্ধ্যা
খুঁড়তে হলো আপনজনের অনেকগুলো কবর
পার হলে আর কেউ রাখেনা আমার কোনো খবর।
অন্তর আত্মা কেঁদে বলে
আমি কেন যাইনা চলে?
আর কতকাল বিয়োগ ব্যথায় করতে হবে সবর!
[ সা’দ শারীফঃলিমেরিক-এক]
মুখ আছে তাই বলে ওরা , কান আছে তাই শুনি
ওরাই দেশের বুদ্ধিজীবি, বিরাট জ্ঞানী- গুনী।
যশ- খ্যাতী অার স্বার্থ আশায়
নিরপরাধ লোক কে ফাঁসায়।
অন্তরালের ঘাতক ওরা, ঠান্ডা মাথার খুনী।
[সা’দ শারীফঃ লিমেরিক-দুই]
হিসেব কষেই অংক মেলাও যোগ বিয়োগ অার গুনে
স্বাধীন দেশের ঘাঁস ভিজে যায় আম জনতার খুনে।
প্রশ্ন জাগে যুদ্ধে গিয়ে
সাগর সমান রক্ত দিয়ে
দেশের তরুন স্বাধীনতার জালটা কেন বুনে?
[সাদ শারীফঃ লিমেরিক-তিন]
বিষয়: সাহিত্য
১০০৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তোমাকে চিনে ফেলেছি.. হা হা
সিটিজি কলেজ থেকে এবার......
তাইনা?
মন্তব্য করতে লগইন করুন