মন্দির ভাঙ্গো পরিবেশ বাচাও
লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ১১ আগস্ট, ২০১৪, ০৪:৩৭:৪০ বিকাল
আইন
করে প্রতিটা মন্দির
ভেঙ্গে গুড়িয়ে দেয়া হোক!!!
.
.শব্দ দুষণ ও বায়ু
দোষণের জন্য
মন্দির
ভেঙ্গে গুড়িয়ে দেয়া হোক!!!
.
.ভাবছেন মন্দির
আবার কি দোষ
করলো???
.
.ব্লগে যদি নাঃগঞ্জের
রুপগঞ্জের কেউ
থাকেন!!!
.
.সন্ধ্যা বেলা রুপগঞ্জ
বাজারে গিয়ে দেখবেন
সেখানে আপনার দম
বন্ধ
হয়ে আসবে দোপের
ঊৎকট গন্ধে!!!
.
.আর
পুরো এলাকা জুরে চলে ন্যাংটিদের
টংটং ঢুকঢালের
বিকট আওয়াজ
চলে এশার
নামাজের পর
পর্যন্ত!!
.
. যা পরিবেশের
জন্য মারাত্তক
ক্ষতিকর!!!
.
.অতি শীঘ্রই
উচিত আইন
করে মন্দির
গুড়িয়ে দেওয়া
.
.
ছোটকালে একটা বাংলা ফিল্মের
মধ্যে শোনেছিলাম
.
.না থাকবে বাঁশ
না বাজবে বাশি
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
না বাজবে বাশি
ভাঙ্গো পরিবেশ বাচাও
পোষ্টে মাইনাস।
আর ওয়াজের নামে সারা রাত মাইকে শব্দ দূষণের কারণে, ওয়াজ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া উচিৎ কি না?
ওমর রাঃ তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন ,হে পাদ্রী ইহার জন্য তুমি কাহাদের সন্দেহ করিতেছ ?
পাদ্রী শুধালো মুসলিমদের ।
অতঃপর ওমর রাঃ তাহার স্বীয় নাক খানা বাড়াইয়া দিয়া কহিল ওহে পাদ্রী যেহেতু তুমি মুসলমানদের সন্দেহ করিয়াছো ,অতঃপর তিনি নিজের নাক খানা পাদ্রীর নিকট বাড়াইয়া কহিল হে পাদ্রী ,মূর্তির নাকের ঠিক যেই জায়গা হইতে ভাঙ্গিয়াছে আপনিই তদ্রুপ আমার নাকের সেই জায়গা হইতে কাঁটিয়া লইয়া যান ।
মাননীয় লেখক উহার দ্বারা কি বুঝিলেন ?
গাধার মতো প্রশ্ন করলেন আজান কি ঘণ্টার পর ঘণ্টা ঢোলঢাক বাজিয়ে উত্তেজক শব্দ সৃষ্টি করে নাকি? আর ওয়াজে কারো অসুবিধার হবার কথা না কারণ মালুদের পুজার মতো এত্ত হাবি জাবি হৈহোল্লোর নেই
যাদের কাছে নালিশ করবেন সেই আইনের লোকরাই জাত মালু
মুসলমানরা ন্যায় বিচারক এবং
খ্যাক খ্যাক আমরা যারা নাস্তিক পুরো সমাজটাইতো আমাদের দুষিত মনে করে শব্দটা আর দুষিত হবে কি?
মন্তব্য করতে লগইন করুন