সেই আমি
লিখেছেন লিখেছেন নওরীন তারান্নুম মিম ২৫ জুলাই, ২০১৪, ০২:১১:২২ দুপুর
যেদিন মোরে দেখেছিলে প্রভাতে,
সেদিন কি মোর হাতের কৃষ্ণচূড়া-
তোমার চোখে পড়েনি?
নাকি আজ তা মনে নেই?
আজ নাহয় সেই কৃষ্ণচূড়া ঝরে গেছে,
কিন্তু তাই বলে আমার মুখময়ে কৃষ্ণচূড়ার-
লাল আভা তুমি খুজে পাচ্ছনা?
আমি কি তবে নি:শেষ হয়ে গেছি?
নাকি তোমার অনুসন্ধিৎসা আজ আর নেই,
না তা মোড় নিয়েছে অন্যদিকে?
বলবে কি আমায়?
দেখনা সেই আভা আজও পাও কিনা খুজে,
হয়ত তোমার জন্য আজ ও-
সেই চিহ্ন রয়ে গেছে।
আমাতে খুজতে গিয়ে হতাশ হয়োনা,
তবে আমার ঠিকানা হবে অজানা,
দেখনা নিজেকে খুজে,
আমি আছি কিনা তোমার মাঝে!
আজতো তুমি নিজেকেই হারিয়েছ।
তাই আর তোমাকে ফেরানোর সাধ্য-
হয়তোবা আমার নেই।
তবুও, ভালবাসি তোমায়.....!!
বিষয়: সাহিত্য
৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন