কিয়ামত কি আসলেই নিকটবর্তী?

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৫ জুলাই, ২০১৪, ০২:৩০:৩৭ দুপুর

*আহমাদ ইবন ইউনুস (রঃ).. আবূ হুরাইরা (রাঃ) নবী সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন: কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মাত পূর্বযুগীয়দের আচার-অভ্যাসকে বিঘতে বিঘতে, হাতে হাতে গ্রহণ না করবে। জিঙ্গাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! পারস্য ও রোমকদের মত কি? তিনি বললেন, লোকদের মধ্যে আর কারা? এরাই তো! (বুখারী-৬৮২০, ইফাবা)

‪#‎উদাহরণ‬ দেয়ার আদৌ কোন প্রয়োজন নেই কারণ পাশের বাসার "টেইলর সুইফট" এর গানে মাথা ভনভন করছে।

#কিয়ামত পূর্ব সময়ের অবস্হা____

*হাসান ইবন সাব্বাহ (রঃ).। আনাস ইবন মালিক (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: লোকেরা পরস্পরে প্রশ্ন করতে থাকবে যে, ইনি (আল্লাহ) সবকিছুরই স্রষ্টা, তবে আল্লাহকে কে সৃষ্টি করলেন?(বুখারী-৬৭৯৮,ইফাবা)

#উদাহরণ: বর্তমান মুক্তচিন্তার লোকজন বা নাস্তিক সম্প্রদায়। থাবা বাবা মনে হয় উত্তরটা এতক্ষণে পেয়েও গেছে।

‪#‎কিয়ামতপূর্ব‬ সময়ের কিছু মুসলিমের অবস্হা___

‪#‎মুসলিমরা‬ কাফিরদের ন্যায় মূর্তিপুজায় লিপ্ত হবে...(রেফারেন্স মনে নেই তবে সহীহ হাদিস)

#উদাহরণ:

এই হাদিসটা পড়ার পরে ভাবছিলাম এটা কিভাবে সম্ভব?

বসে ছিলাম আব্বু-আম্মুর ঘরে। হটাৎ টিভির আওয়াজে সেদিকে চোখ আটকে গেলো। স্টার জলসায় সিরিয়াল চলছে যেখানে নায়িকা মূর্তিপুজা করছে যা আব্বু-আম্মুর শোয়ার ঘরে চলছে। যুক্তিবিদ্যা খাটালে, মূর্তিপুজাটা আমাদের ঘরেই হচ্ছে।

প্রতিটি মুসলিম ঘরেই মূর্তিপুজা হচ্ছে। ঘরের মধ্যে টিভিতে ভারতীয় সিরিয়াল চলছে যাতে প্রতিনিয়ত মূর্তিপুজাকে বড় করে, সৌভাগ্যের কারণ হিসেবে মুসলিমদের সামনে দেখানো হচ্ছে। মূর্তির সামনে সিরিয়ালের নায়ক নায়িকা পুজা-আর্চনা করছে, ভক্তিমূলক গান গাইছে মুসলিমরা তা মুগ্ধ হয়ে দেখছে-শুনছে। তাদের মনে মূর্তিপুজার প্রতি, মুশরিকদের কালচারের প্রতি সহানুভূতি তৈরী হয়ে গেছে তাই তারা মোটেও আর বিষয়টিকে খারাপভাবে দেখছেনা।

কিছুদিন আগে পাশের বাসার পিচ্চি "তৃষা" সকালে উঠে ওর মাকে বলছে, আম্মু তুমি সকালে পুজা করনা কেন? সিরিয়ালে দেখায় সকালে মূর্তিপুজা করতে হয়!!

ওর মায়ের উত্তর: না মা, আমরা তো মুসলিম তাই পুজা করিনা, সিরিয়ারের ওরা হিন্দু তাই পুজা করে।

তৃষা: ওহ!

হোয়াট এ অবস্হা!! ছোট একটা মুসলিম বাচ্চাকে শেখানো হচ্ছে, আসলে আমরা মুসলমান বলেই মূর্তিপুজাটা আপাতত করতে পারছিনা। মেরুদন্ড ভেঙ্গে গেছে আমাদের তাই আমরা হিন্দু কালচার আর মূর্তির সামনে মাথা নত করে বসে আছি।

বিষয়: বিবিধ

১৭২৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248052
২৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : ইয়াজুজ-মাজুজরা বের হবে , পশ্চিম দিক হতে হলুদ রঙের একটা বিশেষ ধরনের প্রানীর উদ্ভব হবে , দাজ্জালের আগমন ঘটবে , ঈমান মাহদী আসবেন .......

তবে এর প্রকৃত জ্ঞান আল্লাহরই কাছে ।
২৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৫
192605
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সেগুলো কেয়ামতের বড় ধরণের নিদর্শন আর আমি যেগুলো বলেছি সেগুলো ছোট ছোট নিদর্শন আর কেয়ামতের বড় বড় নিদর্শনগুলো নিকটবর্তী হবার প্রাকমুহূর্তের নিদর্শন বা ঘটনাপ্রবাহ
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৫
192617
হতভাগা লিখেছেন : একটা বড় নিদর্শন তো হয়েই গেছে - চাঁদকে দ্বিখন্ডিত করা ।
১১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৯
197205
ইমরান ভাই লিখেছেন : আগুনের বিরাট কুন্ডলী বের হওয়ার আলামতও প্রকাশ হয়ে গেছে।

248054
২৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৭
বুড়া মিয়া লিখেছেন : বেশ ভালো উপলব্ধি
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
196936
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জাঝাক আল্লাহ বুড়া মিয়া ভাই।
248057
২৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৩
সন্ধাতারা লিখেছেন : Appropriate writing for realisation. Jajakalla
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৯
196937
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জাঝাক আল্লাহ Good Luck Good Luck
248143
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
বাজলবী লিখেছেন : জাযাক অাল্লাহ খাইর।
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫০
196938
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জাঝাক আল্লাহ ভাইয়া
248169
২৫ জুলাই ২০১৪ রাত ১০:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : চারদিকের আলামত দেখে তো তাই মনে হয় Sad
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫১
196939
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! পৃথিবী নামক বৃত্তটার অবস্হা ভালোনা এজন্য্ই কি আপনি বৃত্তের বাইরে যেতে ইচ্ছুক? :(
১০ আগস্ট ২০১৪ সকাল ১০:০৪
196947
কাহাফ লিখেছেন : তাই...........।
১১ আগস্ট ২০১৪ রাত ০২:২৫
197184
বৃত্তের বাইরে লিখেছেন : হ্যাঁ ...তাইHappy
252794
১০ আগস্ট ২০১৪ সকাল ১০:০৩
কাহাফ লিখেছেন : ৩/৪শ বছরের বেশী নাই মনে হয় ক্বেয়ামতের বাকী.................।
১৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৭
198248
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর উপরেই ন্যাস্ত। তাহার অজ্ঞাতসারে কোন ফল আবরণ হইতে বাহির হয়না, কোন নারী গর্ভ ধারণ করেনা এবং সন্তানও প্রসব করেনা। যেদিন আল্লাহ উহাদিগকে ডাকিয়া বলিবেন, আমার শরীকেরা কোথায়? তখন উহারা বলিবে, আমরা আপনার নিকট নিবেদন করি যে, এই ব্যাপারে আমরা কিছুই জানিনা।(হামিম আস সাজদা: ৪৭)
253110
১১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৯
ইমরান ভাই লিখেছেন : এক বাসায় মহিলা জি বাংলা দেখে, তো তার মেয়ে বাচ্চাটা একদিন গাছের কাছে গিয়ে তাত জরো করে কি জেন বির বির করে বলতেছে,
ওর মা জিজ্ঞাসা করছে তুমি কি করো?
মেয়েটা বলছে: গাছের কাছে প্রে করি, দেখনা কোন বিপদ হলে গাছের কাছে প্রে করতে হয়?
(ঘটান কাল্পনিক নয় বাস্তব সত্য)

এই হচ্ছে অবস্তা। শুনলাম চ্যানেলগুলা নাকি বন্ধ করেদিবে? কই কিছুইতো করলো না Worried Worried
১৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪১
198247
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কোন কিছুই বন্ধ হবেনা গালগপ্পো সব। হ্যা! হাদিসের কথা তো সত্য হতেই থাকবে কারণ কেয়ামতের দিক তো পৃথিবী এগিয়েই যাচ্ছে। জাঝাক আল্লাহ ইমরান ভাই।
254520
১৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৮
কাহাফ লিখেছেন : আমার মন্তব্য আয়াতের বিপরীত নয় ভাই..........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File