Sadhinota

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ২৬ জুন, ২০১৬, ০৮:২৮:৩৮ রাত

"কবিতাটি আমি ২৬/০৩/১৬ তারিখে লিখেছি।কবিতাটি ব্লগে প্রকাশ করব কি না, এনিয়ে প্রথমে মনে সংশয় থাকলেও এখনকার পরিস্থিতিতে প্রকাশ না কলে পারলামনা।"

স্বাধীনতা তুমি

তিস্তার পানি বণ্ঠনে

ভারতের দাদাগিরী।

স্বাধীনতা তুমি

কাঁটাতারের বেড়ায়

ফেলানির গলায় দড়ি।

স্বাধীনতা তুমি

উন্নায়নের নামে

সরকারের অসীম দুর্নীতি।

স্বাধীনতা তুমি

মুক্তি যুদ্ধের

ইতিহাস বিকৃতি।

স্বাধীনতা তুমি

আইন-শৃম্খলা বাহিনীর

গুম,খুন আর রাহাজানী।

স্বাধীনতা তুমি

৯৫ভাগ মুসলিমের দেশকে

সেকুলাল বলে মানি।

স্বাধীনতা তুমি

চেতনা ব্যবসায়ীদের

বক্তিতার ফুলঝুড়ি।

স্বাধীনতা তুমি

দর্নীতিবাজদের হাতে

কেন্দিয় ব্যাংকের রিজার্ভ চুরি।

স্বাধীনতা তুমি

উদার মুসলিমের্

ঈমানের আত্মহুতি।

স্বাধীনতা তূমি

মুসলিম দেশে

হিন্দু বিচারপতি।

স্বাধীনতা তুমি

রাত-দিন শাহবাগে

ছেলে-মেয়ের অবাধ মেশা।

স্বাধীনতা তুমি

বস্তিতে বসে গাজার সিলিমে

উন্মত্ত নেশা।

স্বাধীনতা তুমি

কুরআন বাতিলে

উচ্চ আদালতে রিট।

স্বাধীনতা তুমি

শিক্ষিতের অন্তরালে

নিম্নমানের কিট।

স্বাধীনতা তুমি

স্বৈরাচারের হাতে

ঘোষিত বাকশাল

স্বাধীনতা তুমি

দেশ রক্ষায়

আন্দোলনের গণমশাল।

স্বাধীনতা তুমি

পিলখানায় হায়েনাদের

নৃশংস আচরণ।

স্বাধীনতা তুমি

মেধাবী সেনাদের

অকাল মরণ।

স্বাধীনতা তুমি

১৩দফা পূরণে

হেফাজতি আন্দোলন

স্বাধীনতা তুমি

রাঁতের আঁধারে যৌথবাহিনীর

অমানসিক নির্যাতন।

বিষয়: সাহিত্য

৮৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373215
২৬ জুন ২০১৬ রাত ০৮:৩৪
নাবিক লিখেছেন :
373216
২৬ জুন ২০১৬ রাত ০৮:৩৮
কুয়েত থেকে লিখেছেন : স্বাধীনতা তুমি তিস্তার পানি বণ্ঠনে ভারতের দাদাগিরী। স্বাধীনতা তুমি ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
373220
২৬ জুন ২০১৬ রাত ০৯:০৩
জাকারিয়া কবির লিখেছেন : আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ
373269
২৭ জুন ২০১৬ সকাল ১১:৫৬
হতভাগা লিখেছেন : আবারও ব্যান খাবে টুডে ব্লগ । কেন যে এরকম লেখা পোস্ট দেন ?
373331
২৭ জুন ২০১৬ রাত ০৮:৫৫
শেখের পোলা লিখেছেন : আসল স্বাধীনতার স্বাদ পেয়েছেন বলে ভাল লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File