কাদের মোল্লা ‘শহীদ’ হয়েছেন। মাওলানা সাঈদী ‘শাহাদাৎ’ লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১১:৩০ সকাল

কাদের মোল্লা ‘শহীদ’ হয়েছেন। মাওলানা সাঈদী ‘শাহাদাৎ’ লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন

-------------------------------------

কাদের মোল্লা ‘শহীদ’ হয়েছেন। মাওলানা সাঈদী ‘শাহাদাৎ’ লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন। তবু জামায়াত নেতাকর্মীরা খুশী। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে যায় তাহলে এই খুশী থাকবে কী? তাহলে আজকের আতাঁত কীভাবে বিবেচিত হবে? যেমন ২০০৮ সালের নির্বাচনে যাওয়ার আগ্রহ আজ বিবেচিত হচ্ছে, সেভাবে?

দেলোয়ার হোসেন সাইদীর আপীল নিস্পত্তির রায় দেওয়ার একদিন আগে আমার এক ফেবু ফ্রেন্ড আবু সাইয়িদ আহমেদ সাইদীর রায়ের ব্যাপারে আওয়ামী লীগ এবং জামাত একে অন্যের পরিপুরক উল্লেখ করে লিখেছেন,' দিধাবিভক্ত রায় ঘোষণা করা হবে। '

আসলেই কি তাই?

লিংক:https://www.facebook.com/mumit.sayeed?fref=ts

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266454
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২২
রাজিবুল হাসান লিখেছেন : উনি লিখেছিলেন,দ্বিধাবিভক্ত রায় ঘোষণা করা হবে। ট্রাইবুন্যালের দূর্বল জাজমেন্টের কারনে উন লিখেছেন, আপীল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারক যাবজ্জীবনের পক্ষে থাকবেন। ব্যালানস্‌এর জন্য কেউ মৃত্যুদন্ডের পক্ষে থাকবেন আর কেউ বিব্রত বোধ করতে পারেন। তবে এবার আর শাহবাগ জমবে না। সমস্যা নাই, বেশী গরম হয়ে গেলে পাবলিককে ঠান্ডা করার জন্য বিচারকদের অভিসংশনের ক্ষমতা'তো সংসদের হাতে আছেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File