গনতন্ত্রকে মাটি চাপা দিতেই হবে
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১৭ আগস্ট, ২০১৪, ০২:০৫:৫৬ রাত
গনতন্ত্রকে মাটি চাপা দিতেই হবে
………………
আউজ শামাকে বলল, অদ্ভুত একটা জিনিস আছে এই গর্তের ভেতরে। দেখো ভালো করে। শামা আগ্রহ এবং উত্তেজিত হয়ে দেখছে। আউজের ইচ্ছে করছে না মেয়েটাকে ধাক্কা দিয়ে নীচে ফেলতে। কিন্তু তাকে ফেলতে হবে। তাদের গোত্র বনি হাকসা আরবের অতি উচ্চ গোত্রের একটি। গোত্রের সন্মান রক্ষা করতে আউজ দেবতা হাবলের কাছে মানসিক শক্তি প্রার্থনা করে শামার পিঠে ধাক্কা দিল। মেয়েটি 'বাবা' 'বাবা' বলে চিতকার দিল। দেরী করা যাবে না। আউজ পা দিয়ে বালির স্তুপ ফেলল। শামা 'মা, মাগো' বলে চিতকার দিল।
শামার মতো চিতকার করছে আমাদের গনতন্ত্রও। আউজের মতো আমাদেরও ইচ্ছে করছে না।কিন্তু উপায় নেই। আমাদের কে দ্রুত মাটি চাপা দিতে হবে। আমরা যে চক্রে বন্দী হয়ে হয়ে গেছি, সেই চক্রের মহান সার্থের জন্যই অতি দ্রুত সারতে হবে এই কাজটি।
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন