সাধের এপ্লাস

লিখেছেন লিখেছেন শান্তমনা ১৪ আগস্ট, ২০১৪, ০২:৪৮:১২ রাত

আবার সেই নাহিদ সাহেবের আর আমাদের বিশাল প্রধানমন্ত্রীর হাসিভরা চিত্তে এইচএসসি রেজাল্টের প্রকাশ। কালের পূরাণ এটা তো খন্ডাবেনা। এটা প্রতিবছর ঘটতোই থাকবে । জিপিএ ৫ পাওয়ার ছড়াছড়ি মিষ্টি খাওয়া। তবে একটা জিনিস নাহিদ সাহেব সূচনা করে গেল যা সত্যিই অবিস্মরণীয়। প্রশ্ন ফাসের মাধ্যমে পাড়ার অঘামার্কা ছেলেটার বাপমাকে একটা বিশাল স্বপ্ন দেখিয়ে গেলেন যার মোহে তারা অন্তত তিনটা মাস হলেও ভাল কাটাবে কিছু কাচা টাকা ছড়াবে ছেলে কে হয় বিশাল ডাক্তার অথবা বড় ইঞ্জানোয়ার বানানোর স্বপ্নে। আমার এক ছোট ভাই যে জীবনেও বইয়ের কাছে ঘেষেনি বইয়ের নামকটাও তার কাছে অজানা নাহিদ সাহেবের অকরুণ দয়ায় তাকে এ পাইয়ে দিয়েছিল এস এস সি তে তাতে আমার চাচার লাফালাফি দেখে আমি সত্যিই নাহিদ সাহেবকে না স্মরণ করে পারে নি তবে পড়ের ঘটনা হল চাচা কিছুদিন চেষ্টা করার পর তাকে নিয়ে কোন দোকানে রাখার চেষ্টা করছে। এই হল আমাদের নাহিদ সাহেবদের দেয়া কচু ভর্তা খেতেও ভাল গাল চুলকানোর ভয়ও আছে।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254110
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৫:২৫
কাহাফ লিখেছেন : অনেক ধন্যবাদ ।
254128
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:৪৮
বুড়া মিয়া লিখেছেন : এই যে এতো পাশ করাচ্ছে, আমারতো মনে হয় সবগুলোকে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় ভর্তি করানেরও জায়গা নাই!
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫৯
197892
কাহাফ লিখেছেন : লীগে ভর্তির জায়গা তো আছে............?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File