বিজয় নিশান

লিখেছেন লিখেছেন শান্তমনা ২৩ জুলাই, ২০১৪, ১১:১১:১০ রাত

যখন আমি ভাবি ফিলিস্তীনের কথা তখন আমার যেন কেন মনে হয় এগুলো এই মসুলমানের জন্য দরকার আছে। আজকে মসুলমানদের উপড় যে নীপীড়ন- মিশরে সিসির বুটের তলায় জমাট বাধা রক্ত, বাংলাদেশে আওয়ামী পুলিশলীগেরে বুলেটে রক্তের গোটা গোটা ছাপ, বসনিয়া চেচনিয়া আলজেরিয়াসহ কোথায় হচ্ছেনা এদের উপর অত্যাচার তবুও কি এদের ভুল গুলো থেকে এরা শিক্ষা নিয়েছে????? এদের কি কোন সংশোধন আছে???? যে গাজা নিয়ে এত উদ্বিগ্ন সেই গাজায়ই নাকি তারা কয়েকটা দলে বিভক্ত!!!!!! ফাতাহর সাথে নেই কোন বনিবনা, ইরান ইরাকসহ সমস্ত মধ্যপ্রাচ্য শিয়া সুন্নীতে বিভক্ত, আরবের রাজপরিবার ইহুদী লবিংকে সাথে নিয়ে ঘুমায়!!! সিরিয়ার আসাদের হাত সুন্নীদের রক্তে ভেজা!! তালেবান আলকায়েদা পাশ্চাত্যের দাবার গুটি!!! আফগানিস্তান ইরাকে মুনাফিক নেতৃত্ব পাশ্চাত্যের ধজ্বাধর!!!! এতগুলো বিষয় যদি এক সাথে করা হয় তাহলে তো আমার মনে হয় এদের উপড় আবার ইসলামের সূচনা রাষ্ট্র মদীনার অবস্তা আবার এদের উপড় নেমে আসুক আবার আসুক বদর উহুদ খন্দক তাহলে আমরা আবার উমরের মত অর্ধ পৃথিবীর শাসক পাব, আবুবকরের মত রাষ্ট্রনায়ক পাব, যত গাদ্দার সব সোনার খাদের মত আলাদা হয়ে বের হয়ে যাবে। আবার নেমে আসুক বেলালের নির্যাতনের পরীক্ষা, খাব্বাবের অঙ্গ হারানোর পরীক্ষা তাহলে আমার হাজার হাজার বেলাল পাব হাজার হাজার খাব্বাব পাব যাদের দেখে দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে প্রাচ্য থেকে পাশ্চাত্য ইসলামের পতাকাতলে চলে আসবে। শান্তি আর শান্তি থাকবে না কোন অশান্তি। আমি চায়না কোন হিটলার আবার আসুক আমি চাই আবার উড়ুক গাজী সালাহউদ্দীনের বিজয় নিশান যা ইহুদীদেরকে তাড়িয়ে দেবে মধ্যপ্রাচ্য থেকে ও বিষফোড়া কেটে ওখানে বসানো হবে গাজী সালহউদ্দীনের বিজয় নিশান।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File