জুস খাইলো কে?
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৭ ডিসেম্বর, ২০১৪, ০১:০৪:৪৮ দুপুর
পাইপের ভিতর কেও নাই
তাইলে জুস খাইলে কে
আঃ আঃ শব্দ করে
গভীরেতে কাদঁলো কে?
জিয়াদ যদি খেললো হেথায়
কে ছিল আর সাথে তার
কি কয় তারা হাছা কথা
ভেবে দেখা তা দরকার ।
ছয়শত ফুট নিচে শিশু
কেমন করে শ্বাস নেয়
নাটক নাকি আমজনতার
অহেতুক এই অপব্যয়?
মিডিয়ারা সব ফুঁসছে হেথায়
ক্যামারাটা দেখায় কি
ব্যঙ্গ টিকটিকি জুস খেয়েছে
বস্তা টেনে উপায় কি?
ব্যঙ্গ উঠেছে রশি ধরে
উঠছে হেথায় ঠিকঠিকি
বস্তা তো খালি নয়
এটুকুই বা কম কি?
জিয়াদ কি বেঁচে আছে
নাকি এসব নাটক সেই
গুম কিংবা রাজনীতির
অপবাদের ছবি এই ।
কান নিয়েছে চিলে রে ভাই
চিলের পিছু ছুটছে দেশ
বাঙ্গালীরা গুজব প্রিয়
হাছা মিছার নেইকো রেশ ।
জিয়াদ ছিল জিয়াদ আছে
থাকবে জিয়াদ জীবিত
নাটক এসব রাজনীতিতে
এই কথা অমৃত ।।
বিষয়: সাহিত্য
১০৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন