মনোলোভা

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৬ নভেম্বর, ২০১৪, ১২:১৪:৩৪ রাত

মনোলোভা

-এম মিজান রহমান

শত উঞ্চতার মাঝেও

ব্যাকুল থাকি মুঁই

যখন সমুদ্দরে ঝড় ওঠে

মরুভূমিতে বালিবৃষ্টি হয়

তখন তোমাকেই খুজিঁ অকপটে

যৌবন ছায়ানটে

যখন সূর্য নামে

লোহিতেরা আশ্রয় নেয় পাটে

কিংবা টুনটুনিটা খোপে ফিরে যায়

তখন;

ঠিক তখনই তোমাকে ভাবি ।

আমি কোন এক

মধ্যদুপুরের অপেক্ষায় আছি

যখন রৌদ্রবৃষ্টি হবে

মনোলোভা কোন এক সুরে

আপনাকে বিলাবো

নীলা নভেঃ ।

রূপম নামের ছন্দে

আমি হন্যে হয়ে খুঁজি

কোন বাতাবিনেবুর তলে

অভিনয় নয়

নীরবতার ছলে...

রচনাকালঃ 07.07.2014

বিষয়: সাহিত্য

৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File