সাদার খেলা -এম মিজান রহমান
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:১২:৩৮ সন্ধ্যা
সাদার খেলা
-এম মিজান রহমান
সাদা মেলায় এলোকেশে
এ কোন রূপলীলা
রামধনুতে চড়ে এ কোন
সমুদ্দুরের ভেলা ।
হেথায় আছে ডাহুক ডাকা চম্পাবতীর টুপ
পানকৌড়ির মিলনমেলা মাছরাঙ্গার ঝোপ ।
দু কূল বেয়ে পাচ্ছে শোভা
শুভ্র ছায়ার খেলা
আকাশ এসে মিশছে হেথায়
নামছে সাদার গোলা ।
হেথায় খেলায় লুকুচুরি
দুষ্টু বালক দল
সাদার সুরে বাণ ডেকেছে
পদ্মপাতার জল ।
বিষয়: সাহিত্য
৭৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কোন রূপলীলা(= রূপের লীলা্)
ছন্দ-মাত্রায় খেয়াল রাখলে আপনার লেখাগুলো আরো সুন্দর হবে - সুখপাঠ্য হবে!
রামধনুতে = রঙধনুতে
এমনটা হলে একটি কুসংস্কার থেকে বাঁচা যায়
মন্তব্য করতে লগইন করুন