অতঃপর চলে এসো তুমি
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৫:২২ রাত
অতঃপর চলো এসো তুমি
এম মিজান রহমান
ঐ যে দেখো পুকুরের মাঝে কি অপরূপ মাছরাঙা একটা
বসে আছে চিকন ডালে...
বৈশাখী পবনে ঔঁত্ পেতে আছে
বাতাসে অঙ্গ দোলে ।
এসো হেঁটে চলি লালগালিচায়
যেখানে থেমে গেছে কৃঞ্চচূড়ার মিছিল একাকার হয়ে গেছে
শাপলা ফোটা বিল ।
ফুটপাত আর রাজপথের মোহনা
মিলেছে একসাথে
এসো হেঁটে চলি
কৃত্রিম সেই প্রভাতে ।
আম্রকাননের পাপড়ি দিয়ে আলিঙ্গন করি দুজনে
যেখানে সংর্বধিত হচ্ছে
নতুন আয়োজনে ।
এসো বিজলির আলোতে
পৃথিবী দেখি
একটা নতুন পৃথিবী
তুমি চলে এসো
মম কাননে বেহুলার প্রতিচ্ছবি ।
মাছরাঙা দেয় ঝোপ ঐ মসৃণ তরলে কুড়িয়ে আনে অনিমেষ আশার বিহ্বলে.....
প্রতিটি সকাল থেকে দুপুর অবধি কিংবা জ্যোত্স্না রাতেও
বাতি হয়ে প্রদীপ জ্বালো ।
ঐ রাজপথে একা হাটঁতে গিয়ে
আমার স্যান্ডেল রক্তাক্ত হয়ে গেছে
আমার ভয় হচ্ছে
শকুনেরা লভিছে আস্তানা
আমার পাছে পাছে ।
তুমি চলে এসো
তুমি চলে এসো
আমার যৌবন মোহনায়
হেঁটে চলি তড়িত্
অজানা দিগ্বিদিক
নতুন কোন ঠিকানায় .....
রচনাকালঃ
10:37am, Mon 12.05.2014
বিষয়: সাহিত্য
৫৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন