তবুও কি তুমি চুপ করে থাকবে ?

লিখেছেন লিখেছেন সত্যকণ্ঠ ১৮ জুলাই, ২০১৪, ১০:০১:০১ রাত



এই নিরীহ শিশুদের কি অপরাধ ছিল ??

এরা ফিলিস্তিনি শুধু এটাই কি তাদের অপরাধ ?

এর জবাব কে দিবে ??

জানি কেউ দিবে না ।

জাতিসংঘ তো ইসরাইল এর পা চাটা কুত্তা । ওদের কথা না হয় বাদ দিলাম । কিন্তু OIC এর কি এসব চোখে পড়ে না ?? নাকি তারা শুধু নামেই আছে কাজে নাই ?



সৌদি আরব তো মনে হয় মুসলিম দেশ (সন্দেহ হয়) । তাদের কি ইসরাইলীদের এসব হত্যাযজ্ঞ চোখে পড়ে না ??



আমি মুসলামান হিসেবে ফিলিস্তিনিদেরকে সান্তনা দেওয়ার বদলে আমি নিজেই কেঁদেছি । কেননা আমার সেরকম কোন সামর্থ্য নাই যে ওদেরকে সাহায্য করবো । কিন্তু যাদের সাহায্য করার মতো শক্তি ও সামর্থ্য দুটাই ছিল তারা কেন সাহায্য করে নাই ???

অপরের বিপদে যদি তুমি মুসলিম দেশ / বেক্তিত্ত হিসেবে এগিয়ে না আসো ? তাহলে সেই দিনটার জন্য অপেক্ষা কর যখন তুমি বিপদে পরবে কিন্ত তোমার বিপদে কেউ এগিয়ে আসবে না ।

যখন বোমার আঘাতে জর্জরিত মাত্র ৩ বছর বয়সের ফিলিস্তিনি শিশু মৃত্যুর আগে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে -"আমি আল্লাহর কাছে সব বলে দেব"

সে কিন্তু আল্লাহর কাছে বলে দিবেই..........

তুমি কি মনে করেছ শেষ বিচারের দিন মুসলমান পরিচয় দিয়ে পার বিধাতার কাছ থেকে পার পেয়ে যাবে ?? জান্নাত পাওয়াটা এতো সহজ নয় । ঐ শিশুর কান্নার জাবাব তখন তোমাকে দিয়ে যেতে হবেই ।







এরপরেও কি তুমি চুপ করে থাকবে ?

বি দ্রঃ এটা আমার প্রথম পোষ্ট । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

বিষয়: বিবিধ

২৫৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File