গবেষনার রিপোর্ট,ফেসবুকে প্রেম করে বিয়ে টিকতে বাধ্য : এবার তো আরো বেশি ইনবক্স হবে Love Struck

লিখেছেন লিখেছেন দুলাভাই ১৮ জুলাই, ২০১৪, ০৯:৫১:৪০ রাত

বয়স্করা যতই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দিকে ভ্রু কুঁচকে তাকান না কেন গবেষণা বলছে, ফেসবুকের প্রেম বিয়ে অবধি গড়ালে তা টিকতে বাধ্য৷ গবেষকরা জানিয়েছেন, ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে মাত্র সাত শতাংশ মানুষ ফেসবুকের মাধ্যমে প্রেম বিবাহ করেছেন এবং তারা বেশ সুখে শান্তিতেই রয়েছেন

গবেষণা বলছে, বিশ্বের ১০ জন মানুষের মধ্যে একজন ফেসবুকে ডেটিং করেন৷ সবচেয়ে উল্লেখযোগ্য হল এরফলে ধর্ম, জাতি, দেশ, বয়স সবকিছু মিলে মিশে যাচ্ছে৷ গবেষণায় দেখা গেছে ১৮৫২৭ জন মানুষ সমস্ত কিছু ভুলে ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিয়েছেন৷ তাই যারা ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ভালোবেসে বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছে৷

সূত্র : http://www.onbangladesh.org/newsdetail/detail/200/84889

এবার বিয়ে টিকে রাখতে পোলাপাইন সারাদিন ফেসবুকে পাত্রী খুজবে। মেয়েরা প্রচুর জ্বালাতনের স্বীকার হবে।

আর আমাদের বাংলাদেশীরা ফেসবুকে যে কত ইনবক্স করতে পারে , তা জানার জন্য শুধু মেয়ে নাম দিয়ে একটি ফেসবুক আইডি খুললেই বুঝবেন। কি হুজুর কি সুশীল কেউ বাদ নাই।

বাস্তব মেয়ে নিকের আইডির অভিজ্ঞতা থেকে বলছি Tongue Time Out Time Out Time Out

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245838
১৮ জুলাই ২০১৪ রাত ১০:১৩
হতভাগা লিখেছেন : কিভাবে বাধ্য তা কিন্তু বলা হয় নাই ।

আর বিয়ের পর যদি তারা ফেসবুকেই লেগে থাকে সেক্ষেত্রে বিয়েটাও হুমকির মুখে পড়তে পারে ।

কারণ মানুষের মন পরিবর্তনশীল । ভালোবাসা ও প্রেম যেখানে সহজ হয়ে গেছে ফেসবুকের বদৌলতে - তাই এর পরিনতিও সহজ হয়ে যাবে ফেসবুকেরই বদৌলতে । এসব ভাঙ্গা গড়ার খেলা চলতেই থাকবে । তবে মনের টান , আবেগ আর আগের মত থাকবে না ।

মানুষ পোশাক বদল করার মত সঙ্গী/সঙ্গিনী বদল করবে অহরহ।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:১৯
190898
দুলাভাই লিখেছেন : তখন আপনার নামের মত হতভাগা হতে হবে Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File