আইল্যা পুয়া

লিখেছেন লিখেছেন কালাম আজাদ ১৭ জুলাই, ২০১৪, ১২:৪৯:৫৬ দুপুর

খোলা আছে স্বপ্নের দরজা ফকফকা জোসনা হাসবে

যৌবন জেগে ওঠবে আলোয় আলোয়

কুয়াশার জলে ভরে ওঠবে

সোনালী শষ্যের মাঠ

ধানের মৌ মৌ গন্ধে উঠোন নবান্ন উৎসব

বৌ ঝিয়ের হঅলা গীতে পাখিরা গেয়ে উঠে

সোনালী দিনের গান

রেজুর আঙ্গিনায় টেংরা পুটি শৈল-পলই মাছের বাহার

পূর্ণিমারই পূর্ণ আলোয়

জারি-সারি-কাউয়ালি আর মাইজভান্ডারী

বেহালা আর দমার টানে...

পরীবানু ধলিবগা বালিহাঁস মন মজাইছে

আইল্যা পুয়ার বাঁশির সুরে

পৌষ ফাগুনের এমন রাতে দক্ষিণা

হাওয়ায় হাওয়ায়

আজাদ বসু উড়াল মেরে

পদ্বাবতীর দেশে হ’ল ফানাফিল্লাহ..........

নোট: ধলিবগা- সাদা বক, আইল্যা পুয়া- রাখাল বালক

বিষয়: সাহিত্য

৯৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245755
১৮ জুলাই ২০১৪ দুপুর ০২:২৫
কালাম আজাদ লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File