ইসলামী পোস্টে অনৈসলামিক ব্যবহার? ফেইসবুকের ইসলামী অহংকারীরা...
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ২৭ আগস্ট, ২০১৪, ০৬:১৯:৪২ সকাল
আপনার সাথে নতুন সময়ে কিছুই করবে না...ধীরে ধীরে লাইক বাড়বে, তখন আপনার একটা লাইক না থাকলে কি হবে? কিচ্ছু আসে যায় না...আমার আরো শত শত লাইক আছে, প্রশংসা করার মত লোক আছে যারা আমি পোস্ট দেওয়ার সাথে সাথে লাইক, সাথে সাথে প্রশংসাসূচক বাক্য। আপনার দ্বিমত/বহুমতপূর্ণ পরামর্শ আমার লাগত না।
এভাবেই সত্যকে আজ বিতাড়িত করা হচ্ছে ফেইসবুক বা অনলাইনের যথেচ্ছা ব্যবহারের কারণে।
আপনি ফেইসবুক ব্যবহার করার আগেই ফেইসবুক আপনাকে সাইকোলজি ধংস করে দিচ্ছে, ফেইসবুক উলটো আপনার সাবকনশাস মাইন্ড কে ব্যবহার করে আপনার জনপ্রিয়তা, প্রশংসার অবচেতনকে ব্যবহার করে সত্য থেকে দূরে নিয়ে অহংকারের দিকে ঢেলে দিচ্ছে, আপনার বিশুদ্ধ নিয়তকে ইসলামী পড়ালেখার মাধ্যমে ইসলাম জানা ও নিয়তকে কলুষিত করছে।
প্রথম প্রথম তো আপনার পরামর্শ ই এই ছেলেটি-মেয়েটি নিত কিন্তু এখন আপনার কথায় উত্তেজিত হয় কেন? – কারণ অবচেতন মনের অহংকার ই এর কারণ।
এর আরো কিছু কারণ রয়েছে....
শয়তান যেভাবে নিজের কাজকে রেশিওনালাইজ করেছিল এরাও যখন উচ্চস্থানে(লাইক/প্রশংসা বেশি) পৌছে তখন নিজেদের লাইক/প্রশংসা দিয়ে নিজেদের অবচেতন মনে অহংকার তৈরি করে ফেলে যা তাদের বিশুদ্ধ নিয়তকে নষ্ট করে দেয়...চিন্তা করতে পারেন একটি ফেইসবুক/অনলাইন ই আপনার জাহান্নামের পথ হতে পারে...একটু সিরিয়াসলি নেন না বিষয়টা?
জ্ঞানের ও আমালের অভাব – ফেইসবুকে বা অনলাইনে আপনি বেশি কানেক্টেড থাকলেন মানে আল্লাহর সাথে আপনার কানেকশন নিশ্চিত কম। যেখানে আপনি সময় বেশি দিবেন তাঁর সাথেই আপনার চিন্তার নিমগ্নতা প্রকাশ পাবে...চিন্তা করুন কাকে সময় বেশি দিচ্ছেন? – অনলাইন নাকি অনন্ত জীবনের পথের প্রতি?
ইসলাম নিয়ে পড়াশুনার সিরিয়াস অভাব – এরা এত বাজে ব্যবহার কিভাবে করে? কারণ ইসলাম নিয়ে জ্ঞানের প্রচন্ড অভাব এদের মাঝে। এরা লাইক/ভিউ এর মোহে রয়েছে...আর মোহ মানুষকে আচ্ছন্ন করে রাখে, যে কেউ প্রশংসা পাওয়ার জন্য উন্মোখ থাকে যদি তাঁর সাথে দুনিয়ার কানেকশন বেশি থাকে...সুতরাং আল্লাহর সাথে কানেকশন বাড়ানোর চিন্তা করা উচাতি আমাদের।
বেশি পাওয়ার আকাংখা, লাইক ও প্রসংশার আকাঙ্ক্ষা - আমাদেরকে ফেইসবুক বা ব্লগের দাসে রুপান্তরিত করছে অথচ আমাদের সেন্টারে থাকার কথা ছিল আল্লাহর, সেখানে আমাদের সেন্টার আজ ফেইসবুকের লাইক, প্রশংসামূলক কমেন্ট, একটূ মানুষের স্বীকৃতি। এভাবেই আমাদের নাফসকে মানুষের দাসের পাত্রে পরিণত করছি.।
রিয়াদুস সালেহীন একটু শুরু করুন...নিয়াত, তাকওয়া, ইখলাস, সতকাজ, নসিহত, সততা ইত্যাদি দেখুন...ধীরে ধীরে আমাল করার চেষ্টা করুন, অনলাইনে কানেক্টেড একটু কম থাকলে অনেক বেশি ভালো হয়...
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু কোন ভাল দিক নেই ? থাকলে ভাল দিকগুলোর দিকে তাকানোই ভাল ।
জাযাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন