বিশ্বাসগত বিদআত
লিখেছেন লিখেছেন নাবিলা ১৯ আগস্ট, ২০১৪, ১১:০১:১০ সকাল
সমাজে প্রচলিত কিছু বিশ্বাসগত বিদআত-
১.রাসূল [সা.] নূরের তৈরী, তিনি গায়েব জানেন, তিনি মিলাদে হাজির হন বিশ্বাস করা।
২.রমজানের শেষ জুমাকে ফজিলতপূর্ণ মনে করা।
৩.কবরবাসী উপকার করতে পারে এ কথা বিশ্বাস করা।
৪.রাসূল [সা.] এর রওজা যিয়ারত করাকে বাধ্যতামূলক মনে করা।
৫.মদীনায় ৮ দিন অবস্হান করাকে বাধ্যতামূলক মনে করা।
৬.পীররা মিক্তি দিতে পারে এ কথা বিশ্বাস করা।
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুক্তি হবে।
অনেকেতো পীর ছাড়া কিছুই বোঝেনা।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন