মানুষের প্রকার
লিখেছেন লিখেছেন নাবিলা ২৪ জুলাই, ২০১৪, ১১:১৮:১২ সকাল
আমার একজন টীচার মানুষ সম্পর্কে কিছু কথা বলেছিলেন যা আমার খুব ভাল লেগেছিল।
মানুষ নাকি চার ধরণের হয়।
১.জ্ঞানী ব্যক্তি।
আর সে জানে যে - সে জ্ঞানী। [আলেম]
২.জ্ঞানী ব্যক্তি।
কিন্তু সে জানেনা যে - সে জ্ঞানী। [ঘুমন্ত ব্যক্তি]
তাকে জাগিয়ে দিতে হবে।
৩.জ্ঞানী নয় এমন ব্যক্তি।
আর সে জানে যে - সে জানেনা। [ভাল পথের সন্ধানী]
তাকে পথ দেখিয়ে দিতে হবে।
৪.জ্ঞানী নয় এমন ব্যক্তি।
কিন্তু সে জানেনা যে - স জানেনা। [মূর্খ]
##তুলনার দিক থেকেও মানুষ চার ধরণের হয়।
১.খাদ্যের মত।
সৎ ব্যক্তিরা।
খাদ্যের মত এদের সবসময় প্রয়োজন হয়।
২.ওষধের মত।
জ্ঞানী ব্যক্তিরা।
ওষধের মত এদের মাঝে মাঝে প্রয়োজন হয়।
৩.সাপের মত।
অসৎ ব্যক্তিরা।
সাপের মত এদের থেকে পলায়ন করতে হয়।
৪.বিষের মত।
বিশ্বাসগত ও আমলগতভাবে যারা খারাপ।
বিষের মত এদের থেকে বেঁচে থাকতে হয়।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন