মানুষের প্রকার

লিখেছেন লিখেছেন নাবিলা ২৪ জুলাই, ২০১৪, ১১:১৮:১২ সকাল

আমার একজন টীচার মানুষ সম্পর্কে কিছু কথা বলেছিলেন যা আমার খুব ভাল লেগেছিল।

মানুষ নাকি চার ধরণের হয়।

১.জ্ঞানী ব্যক্তি।

আর সে জানে যে - সে জ্ঞানী। [আলেম]

২.জ্ঞানী ব্যক্তি।

কিন্তু সে জানেনা যে - সে জ্ঞানী। [ঘুমন্ত ব্যক্তি]

তাকে জাগিয়ে দিতে হবে।

৩.জ্ঞানী নয় এমন ব্যক্তি।

আর সে জানে যে - সে জানেনা। [ভাল পথের সন্ধানী]

তাকে পথ দেখিয়ে দিতে হবে।

৪.জ্ঞানী নয় এমন ব্যক্তি।

কিন্তু সে জানেনা যে - স জানেনা। [মূর্খ]

##তুলনার দিক থেকেও মানুষ চার ধরণের হয়।

১.খাদ্যের মত।

সৎ ব্যক্তিরা।

খাদ্যের মত এদের সবসময় প্রয়োজন হয়।

২.ওষধের মত।

জ্ঞানী ব্যক্তিরা।

ওষধের মত এদের মাঝে মাঝে প্রয়োজন হয়।

৩.সাপের মত।

অসৎ ব্যক্তিরা।

সাপের মত এদের থেকে পলায়ন করতে হয়।

৪.বিষের মত।

বিশ্বাসগত ও আমলগতভাবে যারা খারাপ।

বিষের মত এদের থেকে বেঁচে থাকতে হয়।

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247784
২৪ জুলাই ২০১৪ সকাল ১১:৪৮
দিশারি লিখেছেন : ভালো লাগলো।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৭
195394
নাবিলা লিখেছেন : ধন্যবাদ
247793
২৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৪০
দ্য স্লেভ লিখেছেন : হুমম
247806
২৪ জুলাই ২০১৪ দুপুর ০১:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৯
195395
নাবিলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
248894
২৭ জুলাই ২০১৪ রাত ১১:১১
আহ জীবন লিখেছেন : দারুন বিশ্লেষণ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৯
198556
নাবিলা লিখেছেন : ধন্যবাদ
254007
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৩১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
198557
নাবিলা লিখেছেন : ধন্যবাদ
255908
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
199867
নাবিলা লিখেছেন : আমিন।
255910
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩২
পবিত্র লিখেছেন : সুন্দর পোস্ট! খুব ভালো লাগলো!! Happy Happy
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৩
199874
নাবিলা লিখেছেন : ধন্যবাদ।
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
199930
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পবিত্র আপু এখনও একজন..... ৫টা ধন্যবাদ দিছেন কেনু? Tongue Tongue
256283
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৩
নাবিলা লিখেছেন : ধন্যবাদ
256320
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৮
কাহাফ লিখেছেন : কর্ম বিবেচনায়ও মানুষের প্রকার আছে, অমানুষ একটি প্রকার।
২০ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
200082
নাবিলা লিখেছেন : হুম
১০
273365
১২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৮
পদ্ম পাতা লিখেছেন : নাসিম স্যারের লেখা
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫২
217779
নাবিলা লিখেছেন : নাসিম স্যারকেতো আমি চিনিইনা।
১১
275157
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:১০
পদ্ম পাতা লিখেছেন : আপনার সেই টিচারটা কে ?
১২
275172
১৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২১
ফেরারী মন লিখেছেন : নতুন তথ্য জানলাম তো। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File