তোমায় ভালোবাসি ........
লিখেছেন লিখেছেন ইমরান এমি ১০ আগস্ট, ২০১৪, ০৯:১৩:২৭ সকাল
কত যে গোপনে
একেছি যতনে,
মনেরি গভীরে তোমার ছবি
জানো কি সখি,
কত যে আমি ভালো বাসি
শুনব কি বলবে কি,
ভালোবাসি কি আমাকে
জানবো কি বুঝব কি, প্রেমের ব্যাথি
দেব কি পাব কি,
তোমার প্রেমের ছোয়া
রাখবে কি থাকবো কি,
তোমার হিয়ার কাছে|
দিব কি নেবে কি,
আমার চঞ্চুর ছোয়া?
সকালে বিকালে সাঝের বেলাতে,
তোমাকে ভেবেছি সকল দিবসে,
তুমি আসবে কি?
ভালো আমায় বাস কি?
তীক্ষ দুপুরে সূর্যের আগমনে, দাড়িয়ে বলেছি ভালোবাসি তোমায়
বিষয়: সাহিত্য
১১৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন