কন্ঠরোধে গণমাধ্যমের স্বাধীনতা

লিখেছেন লিখেছেন ইমরান এমি ০৪ জুলাই, ২০১৪, ১১:০৩:৪৭ রাত

সংসদে তথ্যমন্ত্রী পত্রিকা বন্ধে বিল পাশের আবেদন করেছিলেন! কিন্তু কেন এটা করছেন তা আমার বোধগম্য নহে, সংবাদ পত্র ও সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না, তারা তুলে আনে সমাজের সম্ভাবনা, সমস্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে না দমা একটি নাম সংবাদ ও সাংবাদিক| তাদের বন্ধ করতে যাবেন কোন উদ্দেশ্যে? আপনার সরকারের উদ্দেশ্য কি তাহলে গণমাধ্যমের স্বাধীনতা হরন করা? নাকি পরিবারতন্ত্র থেকে শেখ মুজিবের মত রাজতন্ত্র করার স্বপ্ন দেখতেছেন? তাহলে তা বাস্তবায়ন আপনার পিতাও করতে পারেনি আপনিও পারবেন না, অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি ও দৈনিক আমার দেশ প্রকাশে বাধা না দেওয়া ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের কঠোর হস্তে দমন করার আহবান জানায় মাননীয় # প্রধানমন্ত্রী শেখ হাসিনা# কে

বিষয়: রাজনীতি

৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File