সাবধান থেকো বোন

লিখেছেন লিখেছেন কায়েনাত ২৮ জুন, ২০১৪, ১০:০৪:৫৩ সকাল

"টেলিভিশনে বিভিন্ন এডে নারীকে কেবলই শরীর হিসেবে উপস্থাপন করা হয় এবং গোটা নারীকুলকে পুরুষের মন জয় করতে কিভাবে আরও মোহনীয়, আকর্ষণীয় ও ফর্সা করা যায়, চুল আরো সুন্দর করা যায়, এসব উপায় বাতলে দেয়া হয়,উপকরণ তৈরি করা হয় । আমাদের কন্যাদের উপর সুন্দরী প্রতিযোগীতার প্রভাব বিবেচনা করলেই বুঝা যাবে, এ প্রতিযোগীতা এবং মিডিয়াতে এর অনুকরণ আমাদের কন্যাদের স্রেফ হত্যা করছে । গ্লামার জগতের ঝলমলানি আমাদের মেয়েদের চেতনাগতভাবেও হত্যা করছে । আফসোস, আধুনিক ও পাশ্চাত্য ঘেষা (মুসলিম) পরিবারে মেয়ের রূপ পালিশ করার জন্য যে পরিমাণ চেষ্টা করা হয়, এই মেয়েদের বুদ্ধি ও চরিত্র পালিশ করার জন্য সে পরিমাণ চেষ্টা করা হয় না !"

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File