অনুরোধ

লিখেছেন লিখেছেন কায়েনাত ২৭ জুন, ২০১৪, ০৫:৫৭:০৩ বিকাল

বোন ! শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে তুমি হয়ত ভাবছ, এইযুগে কি পর্দা করা সম্ভব ?

কিন্তু চিন্তা করে দেখ, তা যদি সম্ভবইনা হবে তাহলে তোমার মতো অসংখ্য নারী কীভাবে পর্দা বিধান মেনে চলছে ?

কীভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করছে ?

আল্লাহ তাআলা তো কোনো অসম্ভব বিষয় বান্দার উপর চাপিয়ে দেননি । পক্ষান্তরে তুমি চিন্তা করে দেখ, অসংখ্য লম্পট পুরুষ তোমার দিকে লোলুপদৃষ্টিতে তাকিয়ে আছে, তোমার উন্মুক্ত রূপ-যৌবন দর্শন করে বাসের হেলপার, কুলি-মজুর, ভদ্রবেশি কামুক পুরুষ সকলেই দর্শনসুখ চরিতার্থ করছে,তুমি কি তা মেনে নিতে পার ? যদি না পার তাহলে নিজেকে আবৃতকরা ছাড়া আর কী উপায় আছে ?

শতকামুকের লোলুপ দৃষ্টি সহ্য করার চেয়েওকি পর্দা করা কঠিন ?

তুমি হয়তো বলবে,আমি আমার মতো চলব । এতে অন্য পুরুষ কু-চিন্তা করবে কেন ? বোন ! এই কেনর কোনো জবাব নেই । শুটকি মাছখোলা পেলে বিড়ালের জিবে জল ঝরবেই । কেন ঝরবে-এই প্রশ্নের কোনো জবাব নেই । বোন ! তুমি কি দেখেছ, দৈনিক পত্রিকাগুলিতে তোমরা কীভাবে দেখাচ্ছে ?

ছয় থেকে ষাট এবং গ্রাম থেকে শহর কোথায় কোন বয়সে তোমরা নিরাপদ ?

আসলে আমরা সকলেই শুধু নিরাপদ আমাদের স্রষ্টার কাছে । আর তাঁর বিধানের ছায়ার মাঝে ।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239403
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
ছিঁচকে চোর লিখেছেন : সবমেয়েদের পর্দা করা উচিত। এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান সহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File