★*★কষ্টগুলো ও দারুন★*★

লিখেছেন লিখেছেন মামুন ০২ মার্চ, ২০১৬, ০৯:৩৪:০৩ সকাল

কণার সাথে বিচ্ছেদ। সম্পর্ক ভেংগে গেছে। নিরন্তর রোদন ভরা বসন্ত বছরব্যাপী এখন। ইনবক্সে কিছুদিন হাল্কা সুতার মত একটু আধটু কাছে- দূরের অনুভূতি জিইয়ে ছিল। এখন শিহাবের ইনবক্সও টু- লেট ঝুলানো শুণ্যতায় কাঁপছে!

না শত্রু না বন্ধু! কি বলা যায় এমন সময়কে। দুজনের এখন তেমন সময়। না সুসময় না দু:সময়।

তবে কি এখন ঘোর অসময়?

শিহাবের রাতে অলস সময়। একাকী কেটে যায় কুহকী প্রহর গোনা বিষন্নতায়।

কণা তবুও মাঝে মাঝে শিহাবকে ইচ্ছেকৃত তাড়িয়ে নিয়ে বেড়ায়। প্রচন্ড অবহেলায়। সে কি এক অবসেশন? যা শিহাবের ভেতরে দোলায়!

কখনো কণা এলোমেলো করে যায়। শিহাবের পোষ্টে লাইক দিয়ে মুহুর্তে ফিরিয়ে নেয়.. একশো ত্রিশ বর্গফুটের এক জেলখানায়.. শিহাবকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। নোটিফিকেশনের মৃদু শব্দ নিমিষে দু:খ ভুলায়.. কণার লাইক!!! Happy মনে মনে জ্বলে ওঠে মৃদু হাসির দোলায়।

নাহ! কোথায়- কণা? নাই.. এসেছিল কি সে! ভালোলাগাগুলো সুদূরে হারায়। :(

ইদানিং এভাবেই কষ্টের দোলাচালে শিহাব ক্রমশ: হারায়.. নীল বেদনারা আরো নীল হয়.. আবার তার আসার ক্ষণে জ্বলে ওঠা.. হাসি .. আনন্দ.. আবার চলে যাওয়া.. কষ্টের নীল কাব্য!

এই কষ্টগুলো দারুন বলেই শিহাব নীল কাব্য রচনায় বড্ড উন্মুখ আজকাল।

একা একা গেঁথে চলে শিহাব বেদনার অণুকাব্য-

'মনে পড়ে কোনো এক আধার রাতে

হেঁটেছিলে পথ সেদিন আমারই সাথে

কেটেছিল ক্ষণ নিঝুম নিমগ্ন সুখে

এখন তুমি অন্য কারো বুকে! :(

# মামুনের অণুগল্প

বিষয়: সাহিত্য

১০৮২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361054
০২ মার্চ ২০১৬ সকাল ১০:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বেদনা দূর হোক এটা কামনা।
০২ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫১
299250
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ আপনাকে নুর আয়শা আব্দুর রহিম। আল্লাহপাক কবুল করুন- আমীন।
361061
০২ মার্চ ২০১৬ দুপুর ১২:১২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আরে ভাই এক মাইয়্যা গেছে তো কি অইছে, দেশে কি মাইয়ার অভাব পরছে? শুধু শুধু ঐ মাইয়ার পেচনে ঘুর ঘুর করে তার দাম বাড়ানোর দরকার টা কি? পোলা কি গাং দিয়ে ভাইসা আইছে !!!
০২ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৩
299252
গাজী সালাউদ্দিন লিখেছেন : মামুন লিখেছেন : না দিল মোহাম্মাদ ভাই, দেশে মেয়ে কমে নাই, বরং অনেক বেশী ই আছে। তবে কথা হলো এই গল্পের পুরুষটি যে সে মেয়ের কাছে যায় না অন্যদের মত। তার গল্পের মেয়েটিকেই চাই।
অনেক ভালো থাকুন আপনি।
361081
০২ মার্চ ২০১৬ দুপুর ০১:২২
সন্ধাতারা লিখেছেন : Salam. Beautiful writing bcoz of pain.
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৭
299242
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে নুর আয়শা আব্দুর রহিম। আল্লাহপাক কবুল করুন- আমীন।
০২ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫২
299251
গাজী সালাউদ্দিন লিখেছেন : মামুন লিখেছেন : ধন্যবাদ সন্ধ্যাতারা আপুজি। আপনার অনুভূতি রেখে গেলেন, অনেক ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইর।
361100
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫১
মামুন লিখেছেন : না দিল মোহাম্মাদ ভাই, দেশে মেয়ে কমে নাই, বরং অনেক বেশী ই আছে। তবে কথা হলো এই গল্পের পুরুষটি যে সে মেয়ের কাছে যায় না অন্যদের মত। তার গল্পের মেয়েটিকেই চাই।
অনেক ভালো থাকুন আপনি।
361101
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫২
মামুন লিখেছেন : ধন্যবাদ সন্ধ্যাতারা আপুজি। আপনার অনুভূতি রেখে গেলেন, অনেক ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইর।
361117
০২ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি শুরু করছেন কি!!!! হাসতে হাসতে পেটের নাড়ী ভুড়ি দলা মোচড়া খাইতেছে।

ওই মিয়া, কার মন্তব্য কারে দিচ্ছেন। আপনার হহয়েছেটা কি।
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩৪
299260
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক হয়ে যাবে....
361731
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:২২
মামুন লিখেছেন : আমার মোবাইল দিয়ে উল্টাপাল্টা হচ্ছে। লিখছি তো ঠিক মানুষকেই, অন্যত্র গেলে আমার কি করণীয় বলুন Happy @গাজী সালাউদ্দিন ভাই।
363867
২৮ মার্চ ২০১৬ রাত ০১:১০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
365132
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২৭
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File