★*★কষ্টগুলো ও দারুন★*★
লিখেছেন লিখেছেন মামুন ০২ মার্চ, ২০১৬, ০৯:৩৪:০৩ সকাল
কণার সাথে বিচ্ছেদ। সম্পর্ক ভেংগে গেছে। নিরন্তর রোদন ভরা বসন্ত বছরব্যাপী এখন। ইনবক্সে কিছুদিন হাল্কা সুতার মত একটু আধটু কাছে- দূরের অনুভূতি জিইয়ে ছিল। এখন শিহাবের ইনবক্সও টু- লেট ঝুলানো শুণ্যতায় কাঁপছে!
না শত্রু না বন্ধু! কি বলা যায় এমন সময়কে। দুজনের এখন তেমন সময়। না সুসময় না দু:সময়।
তবে কি এখন ঘোর অসময়?
শিহাবের রাতে অলস সময়। একাকী কেটে যায় কুহকী প্রহর গোনা বিষন্নতায়।
কণা তবুও মাঝে মাঝে শিহাবকে ইচ্ছেকৃত তাড়িয়ে নিয়ে বেড়ায়। প্রচন্ড অবহেলায়। সে কি এক অবসেশন? যা শিহাবের ভেতরে দোলায়!
কখনো কণা এলোমেলো করে যায়। শিহাবের পোষ্টে লাইক দিয়ে মুহুর্তে ফিরিয়ে নেয়.. একশো ত্রিশ বর্গফুটের এক জেলখানায়.. শিহাবকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। নোটিফিকেশনের মৃদু শব্দ নিমিষে দু:খ ভুলায়.. কণার লাইক!!! মনে মনে জ্বলে ওঠে মৃদু হাসির দোলায়।
নাহ! কোথায়- কণা? নাই.. এসেছিল কি সে! ভালোলাগাগুলো সুদূরে হারায়। :(
ইদানিং এভাবেই কষ্টের দোলাচালে শিহাব ক্রমশ: হারায়.. নীল বেদনারা আরো নীল হয়.. আবার তার আসার ক্ষণে জ্বলে ওঠা.. হাসি .. আনন্দ.. আবার চলে যাওয়া.. কষ্টের নীল কাব্য!
এই কষ্টগুলো দারুন বলেই শিহাব নীল কাব্য রচনায় বড্ড উন্মুখ আজকাল।
একা একা গেঁথে চলে শিহাব বেদনার অণুকাব্য-
'মনে পড়ে কোনো এক আধার রাতে
হেঁটেছিলে পথ সেদিন আমারই সাথে
কেটেছিল ক্ষণ নিঝুম নিমগ্ন সুখে
এখন তুমি অন্য কারো বুকে! :(
# মামুনের অণুগল্প
বিষয়: সাহিত্য
১০৮২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো থাকুন আপনি।
অনেক ভালো থাকুন আপনি।
ওই মিয়া, কার মন্তব্য কারে দিচ্ছেন। আপনার হহয়েছেটা কি।
মন্তব্য করতে লগইন করুন