গরুর গোসত না খেলে কি গুনাহ হবে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০২ মার্চ, ২০১৬, ১১:০১:০৬ সকাল
হিন্দু সম্প্রদায়ের লোকজনের দাবী অনুযায়ী গরু জবাই নিষিদ্ধ হলে বরং কম খারাপ হতনা । এতে অন্তঃত চোরাই পথে গরু আনতে গিয়ে বাংলাদেশের বনী আদমরা সীমান্তে অঘোরে প্রান হারাতোনা !!
ফিরে আসি আসল কথায় - হিন্দু সম্প্রদায়ের দাবী অনুযায়ী তাদের কাছে যেহেতু গরু মায়ের মত (এখানে গরু বলতে সম্ভবত শুধু গাভীকেই বুঝাবে)। অতএব, উনাদের কাছে গরুর মাংস (গোসত) ভোজন মহাপাপ । এখন অনেকেই হয়ত এবলে সমালোচনা শুরু করবেন, গরুর গোসত রাখার সন্ধেহে আখলাকদের যে ভারতীয় হিন্দুরা পিটিয়ে পরপারে পাঠিয়ে দিল সেই ভারতই কিনা দুনিয়ার ২য় বৃহৎ গরুর গোসত রপতানীকারক দেশ !!! আবার রপ্তানীকারকদের শতভাগই হিন্দু !! আমার মনেহয়, হয়তবা ভারত শুধু দামড়া বা বলদ জাতীয় গরুর গোস্তই রপ্তানী করে । কারন গাভী বা গোমাতাকে তারা হত্যা করবে এটা বিশ্বাস করলেতো বলতে হয়, তারা গরু জবাই নিষিদ্ধের দাবী ধর্মীয় আবেগ থেকে নয়, বরং জাতিগত বিদ্বেষ থেকেই করছে । এমনও হতে পারে শুধু
মুসলমানদের গরুর গোসত ভক্ষন দেখলে তাদের পিত্ত জ্বলে উঠে । নতুবা যে আমেরিকায় বসে শ্যামল বাবুরা বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধের দাবী তুলতে পারে, সেই ধর্ম-নিরপেক্ষ আমেরিকায় গরু জবাই নিষিদ্ধের পক্ষে কেন তারা রাস্তায় নামেনা । তবে কি তারা মুসলিম প্রধান বাংলাদেশকেও ভারতের আশ্রিত অংগ ভাবা শুরু করে দিয়েছেন । তাই বলছিলাম, শুধু ভারত বা বাংলাদেশ নয় গরুকে যদি সত্যি দেব-দেবী তূল্য ভাবেন, সারা বিশ্বব্যাপী গরু জবাই নিষিদ্ধের পক্ষে দাবী তুলুন ।
যেহেতু আল্লাহ মুসলমানদেরকে অন্য ধর্মের উপাস্যদেরকে নিয়ে মন্দ বলতে নিষেধ করেছেন, কারন মূর্খতাবশত তারাও আল্লাহকে মন্দ বলবে । তাই মুসলমানদের কাছে আল্লাহর এ বানী তুলে ধরে দাবী করুন ' কেন আপনারা আমাদের উপাস্যকে হত্যা করছেন ? দেখবেন, গোমাতা বা গরু দেবীকে জবাই করে গোসত খাওয়া দূরে থাক, আশাকরি গরুকে নিয়ে কেউ কটুক্তিও করবেনা ।
আর মুসলমানদের কাছে গরুর গোসত খাওয়া শুধুমাত্র আল্লাহর দেয়া একটি নেয়ামত বা রিজিকের মত ।( এছাড়া এটা কোন বিশেষ ইবাদত নয় । বরং যারা নামাজ-রোজা না করে শুধুমাত্র গরু খেয়ে মুসলমান হবার চেষ্টা করে তারা নামমাত্রই মুসলমান ।) যেমনটি আপনারা ছাগল-ভেড়া, হাঁস-মূরগী খাওয়াকে মনে করেন ।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারাম জিনিস কোনভাবেই গ্রহন করা যাবে না , তবে হালাল জিনিসকে গ্রহন করা থেকে বিরত থাকা মনে হয় অপরাধ হবে না যদি কোন শারীরিক বাধ্যবাধকতা থাকে।
(আল্লাহ আমায় ক্ষমা করুন , আল্লাহই সর্বজ্ঞানী)
আমি বলছিলাম, গরু জবাই বা গোসত খেতে দেখলে যেহেতু হিন্দুরা স্হির থাকতে পারেনা তাই ( ইদানিং নাকি অনেকেই খায়) । অর্থাৎ হালালই মনে করলাম । কিন্তু এটা খাওয়াতো একটি নেয়াত ভক্ষন ছাড়া আর কিছুই নয় । গরু না খেলেতো আর গুনাহ হচ্ছেনা । আমি কি ঠিক বললাম ।
----আশ্রিতকে আবার আশ্রিত ভাবার কি আছে??
এখনো কি আপনার মনে হয় আপনি স্বাধীন ??
গরুকে আমরাও ভালবাসি। কিন্তু উপকারি প্রানি হিসেবে!
মন্তব্য করতে লগইন করুন