দৃষ্টি বিলাস
লিখেছেন লিখেছেন মামুন ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩১:৪২ রাত
আমি জীবনকে দেখতে চেয়েছি
ভেতর থেকেই। সকল রুপ রস-
গন্ধ সমেত বর্ণীল এক আলোকচ্ছটায়।
অথচ জীবন আমাকে বসিয়ে রেখেছে-
বর্ণ-গন্ধহীন নিরস এক বিবর্ণ ডালায়।
মরণকে কখনো ভাবতে চাইনি মনের ভুলেও,
দূর থেকেও দেখতে চাইনি ওর
ঝাপসা আবছা প্রচ্ছায়াকে।
সেই মরণ আমাকে জীবন কে দেখালো-
বর্ণীল আলোকচ্ছটায় মায়াবি চাঁদের
রুপালী ডানায় নুয়ে পড়া বড্ড কোমল!
এক দৃষ্টি বিলাসীর পথগুলো এখন
ভ্রান্তিবিলাসের ছায়ায় ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
এক মুঠো নরম রোদ্দুর!
বিষয়: সাহিত্য
১০৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন