Rose Good Luck জীবনের পথে Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১০ এপ্রিল, ২০১৫, ০৩:১২:০৮ রাত



জীবনের পথে

Star Star Star Star

সুবর্ণাকে নিয়ে প্রথম যেদিন

হাঁটতে বেড়িয়েছিলাম

মেঘবালিকারা নীলাভ কালো কেশে সেজে

গম্ভীর হয়ে ছিল আকাশজুড়ে সেদিন।

ওদের কলোনির রাস্তাগুলো বেশ প্রসস্ত তখন

ওগুলোর চওড়া মসৃণ চকচকে পিচের 'পর দিয়ে

পাশাপাশি দুজন অনেকক্ষণ হেঁটেছিলাম।

চোখে রঙিন স্বপ্ন

জীবনের মানে তখন অন্যরকম-

চরাচরের সকল প্রতিকূলতাকে নিমেষে পার হতে পারি-

তখন এমনই মনে হতো।

'সুবর্ণময়' জীবনের সুবর্ণ দিনগুলো

কখন অলখে যে 'আমিময়' হয়ে গেল

জীবনযুদ্ধে পরাজিত

রণক্লান্ত সেই আমির

দিনগুলো পার হলো ভীষণ অবসাদে

হাত ধরে আর হাঁটা হয়ে ওঠেনি।

একদিন সময় আরো কিছু দুরন্ত সময়কে সাথে নিয়ে

দুজনকে আবারো সেই পিচ ঢালা পথে এনে দিলো।

যৌবন হারানো কলোনির সেই রাস্তাগুলো এখন

এখানে সেখানে

ভাঙ্গা বিবর্ণ ধুষর কর্কশতায় আবদ্ধ।

ঠিক যেন আমাদের দুজনের মত!

এখন অখন্ড অবসর

সুবর্ণার হাত ছাড়া

এখন আমার ধরার আর কিছুই নেই

এখন যাত্রা কেবলি

স্লথ গতিময়তায় স্থবির জীবনের পথে।।

বিষয়: সাহিত্য

৯৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314041
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সব স্বপ্ন যেমন পূর্ণ হয়না ঠিক তেমনি জীবনের সকল পথও এক সাথে চলা হয়না!!!

তবুও আমরা বসে থাকবার নয়, থেমে থাকবার নয়!! এগিয়ে চলার পথে গতিরোধ হবার নয়!


আমরা সামনের দিকে থাকাতে শিখেছি..... সামনে চলবেই....।ধন্যবাদ ব্লগে উপস্থিতির জন্য।
১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:২৫
255644
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এই ব্লগ আমার জীবনের সর্বপ্রথম ব্লগিং শিখিয়েছে। আমি সব সময়েই সাথে আছি।
ভালো থাকুন, সব সময়েই।Good Luck Good Luck
১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৫
255652
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ৪ দিন পর মন্তব্যের জবাব!!!
১৪ এপ্রিল ২০১৫ রাত ০১:১২
255661
মামুন লিখেছেন : http://www.facebook.com/almamunk3

আপনাদের জন্যই ফেবু আইডি এক্টিভ করলাম।Good Luck
314050
১০ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৮
কাহাফ লিখেছেন :
সবার আকুল আগ্রহে সাড়া দিয়ে ব্লগে সময় দেয়ায় আন্তরিক অভিনন্দন ও জাযাকাল্লাহু খাইরান!
এক জীবনের পুর্ণ উপাখ্যান এতো সহজে কাব্যিক নান্দনিকতায় তুলে ধরলেন! বিমুগ্ধতাই ছড়াল!
১১ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৭
255187
বৃত্তের বাইরে লিখেছেন : এর পিছনে আপনারও অবদান রয়েছেHappy ধন্যবাদ আপনাকে কাহাফ ভাই
১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:২৬
255645
মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।
আপনি তো জানেনই কি কারণে কিছুদিন দূরে আছি। এই সাময়িক অবস্থা ইনশা আল্লাহ কেটে যাবে।
ভালো থাকুন। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
314053
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! অনেকদিন পরে আবারো ব্লগে আসাতে আপনাকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি ও Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose ফুলেল শুভেচ্ছা! কয়েকজন লেখক আছেন এই ব্লগে যাদেরকে ব্লগের প্রাণ শক্তি বলা যেতে পারে আপনি তাদের থেকে একজন! সত্যিই ব্লগ বাড়ি যেন নতুন করে আবারো প্রাণ ফিরে পেলো। ইনশা-আল্লাহ আবারো নিয়মিত হবেন আশা করি! ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:২৮
255646
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার মিস করার পোষ্টটিও পড়েছি। কাহাফ ভাই উত্তর দিয়েছেন। আপনার এবং অন্যদের লিখা মিস করেছি। আপনার আন্তরিকতার প্রতি শ্রদ্ধা রইলো।
১লা মে থেকে নিয়মিত হচ্ছি ইনশা আল্লাহ।
আল্লাহপাক আপনাকে ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
258102
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সবার আকুল আগ্রহে সাড়া দিয়ে ব্লগে সময় দেয়ায় আন্তরিক অভিনন্দন ও পহেলা মে থেকে নিয়মিত হবার আগাম শুভেচ্ছার জন্য জাযাকাল্লাহু খাইরান! আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
314199
১১ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৬
বৃত্তের বাইরে লিখেছেন : জীবনের প্রতিটা মুহুর্তে ভাঙ্গা-গড়া, সুখ-দুখ কত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের! বয়সই কেবল অলঙ্ঘনীয়। থেমে থাকে না। প্রতি মুহূর্তে বয়স তার আপন নিয়মে এগোতে থাকে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার সাহিত্য সবসময়ই মুগ্ধ করার মত। ধারাবাহিক পর্বগুলো সময়ের অভাবে পড়া হয়না। লিখবেন নিয়মিত Good Luck Good Luck
১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:৩১
255647
মামুন লিখেছেন : সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ ভাই। সব সময়েই সাথে আছি, সেটা নিজের ফেবু আইডি হোক, ফেইক আইডি হোক কিংবা ব্লগের পরিসরেই হোক, সাথেই পাবে আমাকে।
অনেক দূর যেতে হবে একসাথে ইনশা আল্লাহ। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File