জীবনের পথে
লিখেছেন লিখেছেন মামুন ১০ এপ্রিল, ২০১৫, ০৩:১২:০৮ রাত
জীবনের পথে
সুবর্ণাকে নিয়ে প্রথম যেদিন
হাঁটতে বেড়িয়েছিলাম
মেঘবালিকারা নীলাভ কালো কেশে সেজে
গম্ভীর হয়ে ছিল আকাশজুড়ে সেদিন।
ওদের কলোনির রাস্তাগুলো বেশ প্রসস্ত তখন
ওগুলোর চওড়া মসৃণ চকচকে পিচের 'পর দিয়ে
পাশাপাশি দুজন অনেকক্ষণ হেঁটেছিলাম।
চোখে রঙিন স্বপ্ন
জীবনের মানে তখন অন্যরকম-
চরাচরের সকল প্রতিকূলতাকে নিমেষে পার হতে পারি-
তখন এমনই মনে হতো।
'সুবর্ণময়' জীবনের সুবর্ণ দিনগুলো
কখন অলখে যে 'আমিময়' হয়ে গেল
জীবনযুদ্ধে পরাজিত
রণক্লান্ত সেই আমির
দিনগুলো পার হলো ভীষণ অবসাদে
হাত ধরে আর হাঁটা হয়ে ওঠেনি।
একদিন সময় আরো কিছু দুরন্ত সময়কে সাথে নিয়ে
দুজনকে আবারো সেই পিচ ঢালা পথে এনে দিলো।
যৌবন হারানো কলোনির সেই রাস্তাগুলো এখন
এখানে সেখানে
ভাঙ্গা বিবর্ণ ধুষর কর্কশতায় আবদ্ধ।
ঠিক যেন আমাদের দুজনের মত!
এখন অখন্ড অবসর
সুবর্ণার হাত ছাড়া
এখন আমার ধরার আর কিছুই নেই
এখন যাত্রা কেবলি
স্লথ গতিময়তায় স্থবির জীবনের পথে।।
বিষয়: সাহিত্য
৯৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও আমরা বসে থাকবার নয়, থেমে থাকবার নয়!! এগিয়ে চলার পথে গতিরোধ হবার নয়!
আমরা সামনের দিকে থাকাতে শিখেছি..... সামনে চলবেই....।ধন্যবাদ ব্লগে উপস্থিতির জন্য।
ভালো থাকুন, সব সময়েই।
আপনাদের জন্যই ফেবু আইডি এক্টিভ করলাম।
সবার আকুল আগ্রহে সাড়া দিয়ে ব্লগে সময় দেয়ায় আন্তরিক অভিনন্দন ও জাযাকাল্লাহু খাইরান!
এক জীবনের পুর্ণ উপাখ্যান এতো সহজে কাব্যিক নান্দনিকতায় তুলে ধরলেন! বিমুগ্ধতাই ছড়াল!
আপনি তো জানেনই কি কারণে কিছুদিন দূরে আছি। এই সাময়িক অবস্থা ইনশা আল্লাহ কেটে যাবে।
ভালো থাকুন। জাজাকাল্লাহু খাইর।
আপনার মিস করার পোষ্টটিও পড়েছি। কাহাফ ভাই উত্তর দিয়েছেন। আপনার এবং অন্যদের লিখা মিস করেছি। আপনার আন্তরিকতার প্রতি শ্রদ্ধা রইলো।
১লা মে থেকে নিয়মিত হচ্ছি ইনশা আল্লাহ।
আল্লাহপাক আপনাকে ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার সাহিত্য সবসময়ই মুগ্ধ করার মত। ধারাবাহিক পর্বগুলো সময়ের অভাবে পড়া হয়না। লিখবেন নিয়মিত
অনেক দূর যেতে হবে একসাথে ইনশা আল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন