প্রতীক্ষায় অন্তরীণ
লিখেছেন লিখেছেন মামুন ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৩৫:১৮ সকাল
প্রতীক্ষায় অন্তরীণ
.
একটি কবিতা লিখতে গিয়ে থমকে গেলাম!
অনুভূতিগুলো হরবোধে আটকে আছে
ওদের স্বাচ্ছন্দ্য বিচরণে ডিভাইডারগু এখন চরম বাঁধা।
.
একটি গান শুনতে গিয়ে ভাবতে হল!
সুরেলা মুহুর্তগুলো নৈশব্দে অন্তরীণ
সশব্দে পছন্দের গান শোনার অধিকার কোথায়?
.
একটু নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে ঘুমাতে চাই!
দু'দিকই যখন বিরূপ অনুভূতিতে ছেয়ে আছে
ডান-বাম কোন দিকে ফিরি?
.
এভাবে অনেক 'একটা' কি 'একটু' সব মৃত ইচ্ছেরা
পাহাড় জমিয়ে বসে আছে লোকালয়ে।
চাই উইকেন্ডে অক্ষত বাড়ি ফেরার নিশ্চয়তা
মুক্তমঞ্চে কবিতা পাঠের আসরে ছন্দোবদ্ধ হতে
বইমেলার ভিড়ে স্বস্তিতে আমার হাত ধরে ঘুরে বেড়ানো
সুস্মিতার বুকের ঘ্রাণে উদ্বেলিত সময়গুলো উপভোগ্য হোক।
.
ভিড়ের খাঁজে খাঁজে ভয় না থাকুক
হৃদয়গুলো কাছে আসুক
বৈরী সময় অসময়কে ছুড়ে ফেলুক
ভালোলাগা সব আকাশের নীলে নীলে মিশে যাক
আর বাতাস সহিষ্ণুতার ধুলো উড়াক।
.
আজ যেভাবেই হোক একটা কবিতা লিখবই!
ফেরারী অনুভূতিগুলোর ডিভাইডার টপকে আসার
অপেক্ষায় আছি।।
* হরবোধ = হরতাল + অবরোধ
বিষয়: সাহিত্য
৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন