কাঞ্চনী কাঞ্চি
লিখেছেন লিখেছেন মামুন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৫০:২৮ দুপুর
রাত পৌনে একটায় যে মানুষ জেগে থাকা অবস্থায় নিজের ভিতর থেকে জেগে উঠে ভাবে, ' তোমাকে ছাড়া আমি অর্থহীন। অসম্পুর্ণ। কেন দূরে সরে আছ?'
আজ ক'দিন ধরে দুজনের ঝগড়া।
ফোনে কথা বন্ধ। ইনবক্স দুটো টু-লেট ঝুলিয়ে রাখা নীরব নিস্তব্ধতায় মৃতপুরী।
রাশেদ ফাগুনকে বরণ করি করি মাঘের শেষ দিনের এক রাতে রিতাকে কেন যে ভাবছে! তাও এত রাতে?
আচ্ছা রিতা এখন কি করছে? সে ও কি ওকে ভাবছে বসে একা?
হৃদয়ে কাছে থাকা অনুভূতি নিয়ে কয়েক শ' মাইল দূরে বসে রাশেদ ওর কাঞ্চনী কাঞ্চিকে কাছে পেতে ব্যকুল হয়।
এভাবে কাউকে পাওয়া যায় কি?
# অণুগল্প
বিষয়: সাহিত্য
৯০১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ সকাল।
মন্তব্য করতে লগইন করুন