Rose Good Luck দ্য ফার্স্ট কিস Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১৯ জানুয়ারি, ২০১৫, ০৮:০২:২৪ রাত

এক মেয়ে আর এক ছেলের সাথে কঠিন সম্পর্ক ছিল। ১৪ বছর আগে তাদের কিভাবে যেন বিচ্ছেদ হয়ে যায়। একটা যুক্তিযুক্ত কারণ ছিল। পারিবারিক, সামাজিক.. আজ তার স্মরণের কিছু প্রয়োজন নাই।

১৪ বছর পরে মেয়েটার ক্লাসমেটদের মধ্যে একজনের সাথে এই ছেলেটা ওই মেয়েটার কিছু মিল পেয়ে যায়। ঠিক কোথায় এই মিল তা ছেলেটাই ভালোভাবে জানে না। বন্ধুদের আড্ডায় তাদের পরিচয় হয়েছিল। কোনো বন্ধুর মাধ্যমে। তাদের চলাফেরা ছিল সম্পূর্ণ ভিন্ন সার্কেলে। না পেশা, না নেশা - তাদের কিছুই এক ছিল না। তবু একটা শক্ত সম্পর্ক হল। একে অন্যের অনুভুতিগুলি তারা প্রায় একইভাবে অনুভব করতে পারত। তাদের মধ্যে একটা কমন প্রয়োজন বোধ জানান দিল। বন্ধুরা তা বুঝল। কিন্তু এবার ও ছেলেটার সম্পর্কটা সেই পরিবার, সমাজ আর রীতি নীতির প্যাঁচে পড়ে গেল।

সম্পর্কের অল্প দিনের মধ্যেই মেয়েটি ছেলেটির শহরে আসে। এখানে সে নিজের পরিবারের সাথে মনে মনে নি:সংগ অবস্থায় থাকে। জীবনে যে যার মত যাপন করে যেতে যেতেও লোকে কখনো অপ্রত্যাশিত ভাবে মুখোমুখি হয়ে যায়।

একদিন হঠাৎ দেখা হয়ে যায় তাদের। রেল স্টেশনে মেয়েটিকে ঢাকার ট্রেনে তুলে দেয়ার জন্য ছেলেটি তার সাথে আসে। তুর্ণা নিশিথায় রাত সাড়ে এগারোটার ট্রেনে। বিদায়ের বেলায় ছেলেটির বুক পুড়ে যায়, স্মৃতিরা উড়ে আর বিষন্ন গোধুলিবেলায় অনুভূতিগুলো হারিয়ে যায় কোনো এক নিরন্নলোকে। এমন সময়গুলোতে মন যতটা মুখর, মুখে যদি তার কিছুমাত্র প্রকাশ করা যেত! আগের উদ্দাম সময়ে মেয়েটির শুধু হাত ধরে থাকতে ভালোবাসত ছেলেটি। মেয়েটির কত ইচ্ছে ছিল ছেলেটি ওকে একটু আদর করুক... ওর ঠোটে একটা দীর্ঘ চুম্বন করুক। আজ বিদায় বেলায় মেয়েটির মনে সেই ইচ্ছে এলেও সে প্রকাশ করে না। কিন্তু কিভাবে যেন ছেলেটি বুঝে যায়। রাতের রহস্যলোকে ভরা রেল স্টেশনে অনেক মানুষের ভীড়ে এক জোড়া মধ্যবয়ষ্ক নরনারী ট্রেন ছেড়ে দেয়ার সময়ে সবার অলক্ষ্যে একে অন্যের খুব কাছে আসে... কল্পনায় ওদের একের ঠোট অন্যের সাথে মিশে যায়। বিদায় বেলায় একটা দীর্ঘ চুম্বন বিদায়ী শুভেচ্ছা হয়ে থাকে । এই ট্রেন কত বাঁকে কতবার বেঁকে আরেক অন্য স্টেশনে নিয়ে নামাবে এর যাত্রীকে। সে যদি এই স্টেশনে ফিরেও আসে সেদিন এই মানুষটা এই স্টেশন থাকবে?

হয়তো এ জীবনে এই মূহুর্ত আর আসবে না। চলে যাওয়া সময় কি কখনো ফিরেছে?

# অণুগল্প

বিষয়: সাহিত্য

৯৭৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300834
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১০
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৯
243392
মামুন লিখেছেন : অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
300837
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১৯
আফরা লিখেছেন : কি বলব ভাইয়া আসলে গল্পটা পড়ে ভালমত বুঝতে পারি নাই একটু এলোমেলো মনে হল ।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৫
243393
মামুন লিখেছেন : আপনি সঠিক বলেছেন আফরা।
এই গল্পটা পাঠকের জন্য। একজন পাঠক কি আসলেই লেখকের পড়া গভীর অন্তরদৃষ্টি দিয়ে অনুধাবন করে, না স্রেফ পড়ে যায়, সেটা দেখার জন্য।
এই গল্পে কিছু ইচ্ছেকৃত অসংগতি রাখা হয়েছে, এজন্যই এলোমেলো। যেমন, ১৪ বছর পরে মেয়েটার ক্লাসমেটদের মধ্যে একজনের সাথে এই ছেলেটা ওই মেয়েটার কিছু মিল পেয়ে যায়।" তারমানে ছেলেতার সাথে ঐ মেয়েটার আগে পরিচয় ছিল না। তবে কিভাবে "বিদায়ের বেলায় ছেলেটির বুক পুড়ে যায়, স্মৃতিরা উড়ে আর বিষন্ন গোধুলিবেলায় অনুভূতিগুলো হারিয়ে যায় কোনো এক নিরন্নলোকে।' এই অনুভূতি ঐ মেয়েকে দেখে আসবে?
আবার ধরুন,"কল্পনায় ওদের একের ঠোট অন্যের সাথে মিশে যায়। বিদায় বেলায় একটা দীর্ঘ চুম্বন বিদায়ী শুভেচ্ছা হয়ে থাকে" কিভাবে এটা সম্ভব? কল্পনায় যা হয়েছিল সব কিছু ছিল আসলে দু'জনের অন্য দুজন হারিয়ে যাওয়া মানুষকে ঘিরে অনুভূতির বহিঃপ্রকাশ।
এই গল্পটিতে সবকিছুই কল্পনায় মনোঃজগতে হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck
300840
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৩
অনেক পথ বাকি লিখেছেন : কল্পনায় ওদের একের ঠোট অন্যের সাথে মিশে যায়। বিদায় বেলায় একটা দীর্ঘ চুম্বন বিদায়ী শুভেচ্ছা হয়ে থাকে । Surprised
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৬
243394
মামুন লিখেছেন : অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
300864
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪৪
কাহাফ লিখেছেন :
কঠিন প্রেম বা সম্পর্ক কষ্টের বিশালতাই ছড়িয়ে যায় শুধু! অন্তহীন দুঃখের সাগরে হাবুডুবু খাওয়া যেন!
চলে যাওয়া সময় যদিও ফিরে না কিন্তু কষ্টের সময় যেন চলে যায় না! রয়ে রয়েই যায়!!
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৯
243395
মামুন লিখেছেন : অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
300896
২০ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩১
পুস্পগন্ধা লিখেছেন :
ভালোবাসার সম্পর্কে যে কত ধরনের ভালোবাসার অনুভুতি থাকে তা কখনো কখনো চোখ দেখে, চোখের পাতা দেখে বুঝা গেলেও অনেক সময় হৃদস্পন্দনের মত মনের ভিতরেই স্পন্দিত হয়ে আড়ালেই থেমে যায়, নীরবে চুপিসারে..... Good Luck
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩২
243415
মামুন লিখেছেন : খুব সুন্দর বলেছেন।
অনেক ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
শুভকামনা রইলো।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File