একজন মৃত মানব
লিখেছেন লিখেছেন মামুন ৩১ অক্টোবর, ২০১৪, ১১:১১:৫৬ রাত
একজন মৃত মানব
.
কুয়াশা ভেজা এক পৌষের রাতে
হেঁটে চলছি পথে একা,
অনুভূতি সব জমাট বেঁধেছে
ভালো লাগাগুলোর নেই দেখা।
.
হীমেল বাতাসে ভেসে আসা
বাতাবি লেবুর নির্যাস,
ফিরিয়ে আনে স্মৃতিতে নিমগ্ন
হৃদয় কোণে কোনো এক মৌমিতার
আজন্ম বসবাস।
.
মনে পড়ে কোনো এক জোছনায়
ফুল ফোটেনি বলে,
সেই সুদূরতমার প্রহ্লাদে ফেটে পড়া!
আর নিজে এক সুগন্ধি ফুল হয়ে
পায়ে পায়ে কাছে আসা।
.
জোছনাকে আরো উজ্জ্বল করে
সেদিন সেই মৌমিতা,
হৃদয়ের হিজল বনের
সকল জোনাকিদের ছেড়ে দেয়।
কামনার ঝিঁঝিঁ পোকারা
হৃদি পদ্মের বুক মাড়িয়ে,
ওর অণুতে অণুতে উন্মাতাল
বাতাস হয়ে ছুঁয়ে দিয়ে যায়!
.
আজ নিঃসঙ্গতার হৃদয় নিংড়ে
জেগে উঠে বিষন্নতার সুর।
কুয়াশা ভেজা পথে আমি একা...
মৌমিতার বুকের চাঁপা ফুলের ঘ্রানে
উদ্বেলিত এই আমি... সেই আমি!
আর একজন মৌমিতাকে
হৃদয়ে ধারণ করা সেই সময়
আজ বড্ড নস্টালজিক!
.
আকাশ ছুঁয়ে বিরহ কণা
কুয়াশা হয়ে ঝরে পড়ে,
বিষন্নতার চারণভূমে
এক ফোটা শিশির আমি !
পায়ে পায়ে ভীড় করা স্মৃতিরা পাখিরা
খুঁজে ফেরে সেই হারানো সময়।
.
অহর্নিশি একজন মৌমিতা
হৃদয়ের উষ্ণতায় আমায় পুড়িয়ে
অধরের সিক্ততায় শীতল করে!
বিনা মেঘের বর্ষনে মেঘবালিকা হয়ে ছুঁয়ে যায়
আমার মৃত শরীর!
নিজের হৃদয় নিঃসৃত
চাওয়া পাওয়াগুলোর নিরন্তর মরে যাওয়ায়
আমি একজন মৃত মানুষই এখন।।
বিষয়: সাহিত্য
১১৫০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হৃদয়ের উষ্ণতায় আমায় পুড়িয়ে
অধরের সিক্ততায় শীতল করে!
বিনা মেঘের বর্ষনে মেঘবালিকা হয়ে ছুঁয়ে যায়
আমার মৃত শরীর!
ওয়াও ভাইয়া হোয়াট এ পয়েম ইজ দিস!!
Excellent Excellent
শুভকামনা রইলো
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
"নিজের হ্রদয় নিঃসৃত
চাওয়া-পাওয়াগুলোর নিরন্তর মরে যাওয়ায়-
আমি একজন মৃত মানুষই এখন!"
আমার অব্যক্ত অনুভূতিই প্রতিফলিত যেন আপনার অদ্ভুত নান্দনিক লিখনী!
মৃত মানুষের অসম্ভব ভাল লাগা রেখে গেলাম শ্রদ্ধেয় মামুন ভাই!!!
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
'গল্প-কবিতা' আসরে একই বিষয়ে একজনের কয়টা ভোট দেয়া যায়? আমি তো একবারের বেশী দিতে পারলাম না! অনেক আগে চোট দেয়া গল্পেও দ্বিতীয় বার ভোট নিচ্ছে না!
ইনশা আল্লাহ!
সব সময়ই ভালো রাখুন মহান রব! আপনার জন্যে এই দোয়া আমার।
আপনাকেও অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর - ভালো লাগলো অনেক যাজাকাল্লাহু খাইর
ভালো লাগা রেখে গেলে, অনেক শুভেচ্ছা রেখে গেলাম।
শুভকামনা রইলো।
অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
ফুল ফোটেনি বলে,
সেই সুদূরতমার প্রহ্লাদে ফেটে পড়া!
আর নিজে এক সুগন্ধি ফুল হয়ে
পায়ে পায়ে কাছে আসা।
লাইন কয়টা বেশ ভালো লেগেছে। বিশেষ করে প্রহ্লাদে শব্দটি।
সাথে রইলেন আর ভালো লাগা রেখে গেলেন, অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন