তুমি
লিখেছেন লিখেছেন মামুন ২৩ অক্টোবর, ২০১৪, ১২:০৮:৫০ দুপুর
.
তোমার দৃষ্টি যত অনাসৃষ্টি
হৃদয়ে জাগায় কামনার বৃষ্টি।
.
তোমার আমার দেখা হবে ভেবে
বাসা বাঁধে আশার শুকপাখি-
হরিদ্রাভ শুষ্কতায় ফেটে যাওয়া ওষ্ঠের মতো
বিরহ কাঁপে শুন্যতায় একাকি!
.
তুমি না এলে
এ হৃদয়ে
ইচ্ছেদের জন্ম হতো কি?
.
জীবনের এ পাশে ফিরতেই
ঘুমন্ত তোমার গালের ওপর
এক গোছা রেশমী চুল,
সকল আবেগী উৎসমূল হয়ে
কাশ ফুলের কোমলতায়
আমায় নিরন্তর কাঁপিয়ে যেতো কি?
.
তুমি আছ বলেই শঙ্খনাদ
জাগিয়ে তোলে সমুদ্র সফেন ঢেউ!
তোমার আমার এক হওয়াতে
ঝিনুকের বুকে ডানা মেলে ইচ্ছের মুক্তো!
.
তুমি এসেছ বলেই না
এখনো হৃদয় অনুভব করি!
না হলে সেই কত আগ থেকেই
সে তো কেবলি এক মাংসপিণ্ড!
বিষয়: সাহিত্য
৯৪০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
ভালো লাগার সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনার জন্যও রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
"তুমি এসেছিলে বলেই
আমি বুঝতে পেরেছি,
ভালবাসা আর মিথ্যে অভিনয়ের পার্থক্য!
সুখ-স্বপ্ন মায়া জালের
অপর পিঠও যে আছে
তুমি আসার পরেই তা জানতে পেরেছি!!
কিন্তু এই অনুভূতি কেমন যেন বিষাদময়তায় ছেয়ে যাওয়া মনে হচ্ছে।
আপনি কেন সুখী মানুষ হতে চাচ্ছেন না? কেন কষ্টগুলোকে সামনে টেনে আঞ্ছেন? আমি আজ একটি পোষ্টার দেখলাম ফেসবুকে, সেটা এই পোষ্টের মন্তব্যে দিয়ে দিছি।
ভালো থাকবেন সবসময়, হাসিখুশী ও প্রানবন্ত।
জাজাকাল্লাহু খাইর।
হতাশার অক্টোপাশে বন্ধি আমি,শত চেষ্টাতেও ছাড়াতে পারছি না নিজেকে!সুখের পিছু ছোটে ছোটে ক্লান্ত-পরিশ্রান্ত একেবারেই। বাস্তবতা কিছু বুঝি তারপরেও........। কষ্টকেই নিয়তি বলে মনে হয় আমার। স্হীরতা আনতে পারি না কেন....!
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
জাগিয়ে তোলে সমুদ্র সফেন ঢেউ!
তোমার আমার এক হওয়াতে
ঝিনুকের বুকে ডানা মেলে ইচ্ছের মুক্তো!
ঢেউ জাগালো বুকে
আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো।
এরকম ঢেউ প্রায় সময়-ই যেন আপনার বুকে জাগে, সে আশাই করছি।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
@ কাহাফ ভাই।
জাজাকাল্লাহু খাইর।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন