Rose Good Luckজীবন এখন এমনই Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২২ অক্টোবর, ২০১৪, ০৭:৪৬:৪৭ সকাল



জীবন এখন এমনই

Star Star Star Star Star

.

একদিন হেঁটে হেঁটে

ক্লান্ত পদযুগল থামে

কোনো এক শিউলি গাছের পাশে।

.

তলায় ছড়ানো ফুলগুলি

ইতস্তত বিক্ষিপ্ত পড়ে আছে দেখি,

সেই ফুলের মৌ মৌ সুবাস

ক্লান্ত এ মনকে টেনে নিয়ে যায়

কোন সুদূরে নিঃসীম নিরন্নলোকে!

.

জীবন মানে কি এমনি পথ চলা?

একটু থেমে আবার শুরু করা?

জীবন কি সাথী হারা এক শঙ্খচিলের

প্রসারিত ডানার অবিরাম প্রক্ষেপন?

কিংবা রৌদ্রোজ্জ্বল মেঘের আড়াল থেকে

আনন্দ রশ্মির প্রবল উদ্ভাসে ফেটে পড়া!

.

পায়ের তলায় শুকনো পাতা

মাড়িয়ে চলার সেই মর্মর ধ্বনির

আড়ালে উঁকি দেয়া সাবেক সবুজ পাতাদের

হৃদয়ের দীর্ঘশ্বাস ই কি জীবনের জয়গান?

.

মনে পড়ে রাস্তার পাশের সেই

কৃষ্ণচূড়ার নিচের অবারিত লাল সমুদ্রকে!

যেখনে দুটি হৃদয় এক হবার প্রত্যয়ে

থেকে থেকে হারিয়েছিল নিজেদের।

আর সময়ের বল্গাহীন দ্রুততায় শেষ হয়

জীবনের সকল রূপ রস ঘ্রাণ!

.

আজ জীবন বৃক্ষের ভাঙা ডালে

হোঁচট খাওয়া নিঃসঙ্গ এক দোয়েল আমি,

শীষ দেয়া ভুলে গিয়ে

শুনি কেবলি মৃত্যুর আহ্বান।

.

সেই একই পথে হেঁটে চলি একাকী,

সময়ের বুড়িয়ে যাবার আগেই যে

নিজের সময়ে ফিরে যেতে চাই!

জীবন এখন এমনই।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

৭১৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276956
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০২
কাহাফ লিখেছেন :
সেই চির চেনা পথে নয়-
অপরিচিত রাস্তায় একাকী চলি,
অবসাদ-ক্লান্তি আর বিষন্নতায়-
কেবলী শুধুই খেই হারিয়ে ফেলি।
Rose Rose Rose
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৪
220999
মামুন লিখেছেন : ধন্যবাদ ভালো লাগার অনুভূতি রেখে যাবার জন্য।
নান্দনিক মন্তব্যটির জন্যও রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
276957
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১৬
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৪
221000
মামুন লিখেছেন : ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
276961
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৬
নিরবে লিখেছেন : আজ জীবন বৃক্ষের ভাঙা ডালে

হোঁচট খাওয়া নিঃসঙ্গ এক দোয়েল আমি,

শীষ দেয়া ভুলে গিয়ে

শুনি কেবলি মৃত্যুর আহ্বান।

মন্তব্য করার ভাষা খুজে পাচ্ছি না।
এতো সুন্দর কেমনে লিখেন?
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৫
221001
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাক্র ভালো লাগার অনুভূতি জেনে।
লিখাগুলো কিভাবে যেন এসে যায়। আমি নিজেও জানি না।
অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য ।
জাজাকাল্লাহু খাইরGood Luck Good Luck
276968
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৬
221002
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভালো লাগার অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
276982
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর Rose Rose
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৭
221003
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো লাগার সুন্দর অনুভূতি রেখে গেলেন, সেজন্যও অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
276998
২২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
মাহফুজ আহমেদ লিখেছেন : অসাধারন মামুন ভাই!
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
221004
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম।
অনেক দিন পরে এলেন মাহফুজ ভাই! ইদানিং ব্লগে আপনাকে কেন দেখছি না?
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
277020
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৫
মাহফুজ আহমেদ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ততার জন্য ব্লগে নিয়মিত আসতে পারিনা ভাই।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৭
221026
মামুন লিখেছেন : এরই ভিতরে সময় করে এভাবে আসার চেষ্টা করবেন। অনেক ভালো লাগলো আপনাকে সাথে পেয়ে!
আল্লাহপাক আপনাকে সবসময় ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
277031
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২১
ফখরুল লিখেছেন : ভাল লাগা জানিয়ে গেলাম। Rose Good Luck
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৭
221028
মামুন লিখেছেন : আপনার ভালোলাগার অনুভূতি জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File