Rose Good Luck ইচ্ছের বিবর্ণ সোপানRose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১২ অক্টোবর, ২০১৪, ০৬:০২:২৪ সন্ধ্যা



ইচ্ছের বিবর্ণ সোপান

Star Star Star Star Star

.

এখন আর জিততে ইচ্ছে করে না

একসময় করত... প্রচন্ডভাবে!

আজ ইচ্ছে গুলো মরে না গেলেও,

ফারাক্কার প্রভাবে পানির অভাবে

যেন শুকিয়ে যাওয়া এক একটা পদ্মা।

.

একসময় হারতে ইচ্ছে করত না

তবু ও হেরে যেতাম!

পৌরুষের সবটুক সামর্থ্য নিয়েও

ডেড এন্ডে এসে দেখি

লালফিতাটা অনেক আগেই ছিড়ে গেছে!

.

এখন আর জিততে ইচ্ছে করে না

হারজিত কোনো মাইনে রাখে না এখন আর।

.

আগে সমালোচনা সহ্য হতো না।

এখন সব কিছুকে সহ্য করার এক

অদ্ভুদ গুণ পেয়েছি।

.

এক সময় সমালোচকদের গলা টিপে ধরতে ইচ্ছে হতো-

এখন নিজের ইচ্ছের কাছে হার না মানা শিখে নিয়েছি।

.

অনেক আগে সমালোচনা

মধুর স্বাদ এনে দিত,

খুঁজে বেড়াতাম- আর কাকে

একটু তুলোধুনো করা যায়।

.

এখন আমার সব কিছুই সহ্য হয়-

আয়নায় দেখা নিজের মুখটাকে ছাড়া।

এখন যে নিজের ইচ্ছের কাছে হার না মানা শিখে নিয়েছি!

তাই সব কিছু থেকেই মুখ ফিরিয়ে নিলেম...

নিজের কাছ থেকেও 'খোদা হাফিজ'!

সকল অনুভূতিগুলোর কবর দিয়ে দিলেম।

আর ইচ্ছেগুলোকে দিলাম ছুটি.............লম্বা ছুটি।। Good Luck Good Luck

বিষয়: বিবিধ

৮৮০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273562
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
ফেরারী মন লিখেছেন : জাজাকআল্লাহ.. কেন ভাই হঠাৎ করে কি হলো? সবকিছু থেকে বিমুখ কেনো?
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০২
217760
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
এটা কবির মনের অবস্থা, আমার নয়।
অনুভুতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা। আল্লাহপাক আপনাকে ভালো রাখুন সবসময়।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273568
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম.... বয়স যখন একটু একটু করে বাড়তে থাকে তখন অনেক কিছুই সহ্য হয়ে যায়।

নিজেকে দিয়েই বুঝি।

চমৎকার কবিতার জন্য ধন্যবাদ Rose Rose Rose
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৩
217761
মামুন লিখেছেন : ধন্যবাদ, সুন্দর অনুভূতি রেখে গেলেন। সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273612
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আফরা লিখেছেন : বুঝেছি ভাইয়া আপনার বয়স হয়ে গেছে তাই আপনার মনের সাহস কমে গেছে ।যদি সহ্য শক্তি অনেক বড় একটা গুন ।
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৫
218076
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273613
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে কবিতা অন্তত কবিতা লেখা থেকে ছুটি নিয়েন না ।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৫
217766
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273717
১২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
ইক্লিপ্স লিখেছেন : নতুন অনুভুতিরা বেঁচে থাকুক জীবনের সব সুন্দর মুহূর্তগুলোকে উপজীব্য করে। হতাশারা হয়ে যাক উপযোগহীন। তবুও এটা চাওয়া।

খুব সুন্দর লিখেছেন।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৬
217767
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার চাওয়া আল্লাহপাক পুরণ করুণ এবং সকলের জীবনে প্রয়োগ করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273763
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:২০
কাহাফ লিখেছেন :

স্বীয় ইচ্ছেগুলো কে ছুটি দেয়া মানে স্বীয়'আমিত্ব'কেই বিসর্জন দেয়া, আর তা আধ্যাতিকতার অনেক উচু পর্যায়।
বিদ্যমান নৈতিকতাহীনতায় এর প্রয়োজন।
করুণাময় মহান আল্লাহ আপনাকে- আমাদের কে এমন করেই গড়ে উঠার তাওফিক দিন, আমিন।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৯
217769
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার দোয়া আল্লাহপাক কবুল করুণ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
274101
১৪ অক্টোবর ২০১৪ রাত ০২:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এখন আমার সব কিছুই সহ্য হয়-
আয়নায় দেখা নিজের মুখটাকে ছাড়া।
এখন যে নিজের ইচ্ছের কাছে হার না মানা শিখে নিয়েছি!

অনেক বড় ডিগ্রী ওটা- Thumbs Up Rose
কোথায় পেলেন ভাই Thinking Waiting


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৪
218073
মামুন লিখেছেন : য়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
কিভাবে যেন পাওয়া হয়ে গেলো Happy
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File