ইচ্ছের বিবর্ণ সোপান
লিখেছেন লিখেছেন মামুন ১২ অক্টোবর, ২০১৪, ০৬:০২:২৪ সন্ধ্যা
ইচ্ছের বিবর্ণ সোপান
.
এখন আর জিততে ইচ্ছে করে না
একসময় করত... প্রচন্ডভাবে!
আজ ইচ্ছে গুলো মরে না গেলেও,
ফারাক্কার প্রভাবে পানির অভাবে
যেন শুকিয়ে যাওয়া এক একটা পদ্মা।
.
একসময় হারতে ইচ্ছে করত না
তবু ও হেরে যেতাম!
পৌরুষের সবটুক সামর্থ্য নিয়েও
ডেড এন্ডে এসে দেখি
লালফিতাটা অনেক আগেই ছিড়ে গেছে!
.
এখন আর জিততে ইচ্ছে করে না
হারজিত কোনো মাইনে রাখে না এখন আর।
.
আগে সমালোচনা সহ্য হতো না।
এখন সব কিছুকে সহ্য করার এক
অদ্ভুদ গুণ পেয়েছি।
.
এক সময় সমালোচকদের গলা টিপে ধরতে ইচ্ছে হতো-
এখন নিজের ইচ্ছের কাছে হার না মানা শিখে নিয়েছি।
.
অনেক আগে সমালোচনা
মধুর স্বাদ এনে দিত,
খুঁজে বেড়াতাম- আর কাকে
একটু তুলোধুনো করা যায়।
.
এখন আমার সব কিছুই সহ্য হয়-
আয়নায় দেখা নিজের মুখটাকে ছাড়া।
এখন যে নিজের ইচ্ছের কাছে হার না মানা শিখে নিয়েছি!
তাই সব কিছু থেকেই মুখ ফিরিয়ে নিলেম...
নিজের কাছ থেকেও 'খোদা হাফিজ'!
সকল অনুভূতিগুলোর কবর দিয়ে দিলেম।
আর ইচ্ছেগুলোকে দিলাম ছুটি.............লম্বা ছুটি।।
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা কবির মনের অবস্থা, আমার নয়।
অনুভুতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা। আল্লাহপাক আপনাকে ভালো রাখুন সবসময়।
জাজাকাল্লাহু খাইর।
নিজেকে দিয়েই বুঝি।
চমৎকার কবিতার জন্য ধন্যবাদ
জাজাকাল্লাহু খাইর।
সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
খুব সুন্দর লিখেছেন।
আপনার চাওয়া আল্লাহপাক পুরণ করুণ এবং সকলের জীবনে প্রয়োগ করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
স্বীয় ইচ্ছেগুলো কে ছুটি দেয়া মানে স্বীয়'আমিত্ব'কেই বিসর্জন দেয়া, আর তা আধ্যাতিকতার অনেক উচু পর্যায়।
বিদ্যমান নৈতিকতাহীনতায় এর প্রয়োজন।
করুণাময় মহান আল্লাহ আপনাকে- আমাদের কে এমন করেই গড়ে উঠার তাওফিক দিন, আমিন।
আপনার দোয়া আল্লাহপাক কবুল করুণ।
জাজাকাল্লাহু খাইর।
এখন আমার সব কিছুই সহ্য হয়-
আয়নায় দেখা নিজের মুখটাকে ছাড়া।
এখন যে নিজের ইচ্ছের কাছে হার না মানা শিখে নিয়েছি!
অনেক বড় ডিগ্রী ওটা-
কোথায় পেলেন ভাই
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কিভাবে যেন পাওয়া হয়ে গেলো
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন