Rose Good Luckবিবর্ণতায় বর্ণীল ঊষর Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১২ অক্টোবর, ২০১৪, ০১:৫১:৫৫ দুপুর



[ এই লিখাটি আসলে কিছুই না। সাহিত্যের কোনো পর্যায়েই একে ফেলা যায় কিনা, তাতে আমার ঘোরতর সন্দেহ রয়েছে। কিন্তু মনের ভিতরে হঠাৎ জেগে উঠা কাল্পনিক একজন প্রেমিকার সাথে কিছু কথোপকথন নিয়ে এই লিখাটি।]

.

বিবর্ণতায় বর্ণীল ঊষর

Star Star Star Star Star Star

.

- ফেবুতে পোষ্ট করা তোমার ছবিটা দেখলাম,

খুব সুন্দর লাগছে তোমায়! বেশীক্ষণ তাকালাম না

যদি নজর লেগে যায়!

.

" মান্দার গাছে নজর লাগে না।

আর লাগলেও তা কা্টানোর জন্য আর যা-ই হোক

সেখানে ঝাড়ু লটকানোটাও ফানি।"

.

- এ সপ্তাহেও দেখা করলে না,

তুমি আসলে দূরে দূরে থাকতে চাচ্ছ-

কেন বলতো?

.

" জানি না। অস্থির লাগে খুব,

মাইন্ড সেট করতে পারছিনা।"

.

- মাঝে তো ভালোই ছিলে। আবার কেন এমন হল?

.

" রেইনি ডে গুলো খুব গ্লুমি... আর

আমার ঘুম ভালো হচ্ছে না। গভীর রাতে

হঠাৎ খেয়াল করি আমি জেগে আছি! কিন্তু

আমি যে জেগে তাও বুঝতে পারি না।

লিখতে পারছি না... বুঝতে পারছি না...।"

.

- তুমি তোমার হৃদয়কে কিছু দিনের জন্য

না হয় কাউকে ধার দাও। তবে যদি ঠিক হয়।

.

" হাসালে! শোনো, সেদিন সন্ধ্যায় গেলাম গজল শুনতে-

আমার প্রিয় সব গান। সবই প্রেম কিংবা বিরহের,

কি তীব্র আকূতি প্রতি স্তবকে-প্রতিটি শব্দে!

চোখ বুজে শুনতে শুনতে হঠাৎ বুঝলাম, এই

গানগুলো আসলে আমার জন্য নয়। না কেউ আছে

যে এই গান আমার জন্য গাইবে? না আমি

কাউকে ফিল করছি যার জন্য এই গানগুলো গাইবো।"

.

- কেন এমন মনে হলো তোমার? ভুলেই কি গেলে আমায়?

.

" আমি তন্ন তন্ন করে নিজের মনের গহীনে, কারো জন্য

ভালবাসার কোনো অনুভূতি খুঁজে পেলাম না! তোমার জন্যও না!

হায় খোদা! আমার কি ভালবাসার ক্ষমতা নষ্ট হয়ে গেলো?"

.

- তা হবে কেন? তুমি নিজের ভিতরে হারিয়ে গেছো,

তোমাকে বের করে আনতে, আমাকেই তোমাতে প্রবেশ করতে হবে।

.

" আর বের হওয়া! পাতা ঝরে পড়ার আগে

হলুদ হয়ে যায়... আমিও এখন তাই।

এখন শুধু ঝরে পড়ার অপেক্ষা!"

.

- আমি আমার হৃদয়ের উষ্ণতায় তোমায় পুড়িয়ে

অধরের সিক্ততায় শীতল করবো, আর

বিনা মেঘের বর্ষনে মেঘদুত হয়ে ছুঁয়ে যাবো

তোমার হলুদ শরীর!

.

" তাই বুঝি?"

.

- হ্যা! ভালবাসার কম্পনে কম্পনে

পাতা ঝরার হরিদ্রাভ রোগ সেরে যাবে। তুমি আবার

সবুজ হবে, নীলকে উপেক্ষা করে হবে লাল!

তোমার আমার এই বিষন্ন সময়, দেখো

কেটে যাবে একদিন... নিশ্চিত জেনো।। Rose Good Luck

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273467
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
কাহাফ লিখেছেন :
পরতে পরতে ছড়িয়ে থাকা
অবিশ্বাস আর প্রতারণার কারণেই হয়তো-
জীবনের বিশালতায়ও খুজে পাইনা
প্রশান্তির একমুঠো হাওয়া, গায়ে মেখে যা-
অমসৃন খসখসে আত্মায় মানিয়ে নিতে পারি!

(মামুন ভাই,এই মন্তব্য কে কাকের ময়ুর নাচ ধরে নিতে পারেন।)
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৫
217542
মামুন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273479
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
ফেরারী মন লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম। অনেক ধন্যবাদ
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৬
217543
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273501
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
আফরা লিখেছেন : আমার তাই মনে হয়েছে ভাইয়া এটা আসলেই কিছু না ।
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৬
217544
মামুন লিখেছেন : ধন্যবাদ আফরা, আপনার সাথে সহমত।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273527
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
নোমান২৯ লিখেছেন : Pig Pig Pig Pig
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৭
217545
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273595
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : তারপরও ভালো লাগলো
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০০
217757
মামুন লিখেছেন : ভালোলাগার অনুভুতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273663
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : পড়ে তো মনটা একেবারে রোমান্টিক হলে গেল। Cheer Cheer Cheer Cheer
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০১
217758
মামুন লিখেছেন : আপনার মনের অনুভুতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
274095
১৪ অক্টোবর ২০১৪ রাত ০২:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


খুব সুন্দর!!!

হতাশার ঠাঁই নেই আমাদের শহরে..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০০
218079
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আপনাকেও অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File