Rose Good Luckছেলেমানুষি Cheer

লিখেছেন লিখেছেন মামুন ১১ অক্টোবর, ২০১৪, ০৮:৩১:১১ সকাল



Good Luckসামান্য ব্যাপার নিয়ে রেজা ও কনার ভিতরে ঝগড়া হয়েছে।

দু'দিকে ফিরে রয়েছে দু'জন।

মাঝখানে ওদের টু-তে পড়ুয়া মেয়ে। ওর সাহায্য নিয়ে ভাববাচ্যে কথাবার্তা চলছে।

: তোমার বাবাকে জিজ্ঞেস কর খাবে কিনা?

: আম্মুকে বলে দাও খিদে নাই।

মেয়ে একবার বাবার দিকে তাকায়। পরক্ষণেই মাকে দেখে।

বড় মানুষগুলোর এই ছেলেমানুষি দেখে সে মনে মনে হাসে। ওর চেহারায়ও সেটা প্রকাশ পায়। এরা যে কি!

তবে রাতে ওকে মাঝখানে রেখে দু'জনে ঘুমালেও সকালবেলায় কিভাবে যেন দু'জনে পাশাপাশি কুন্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে। ঘুমন্ত এই দু'জনকে তখন ওর বড্ড ভাল লাগে। কত মায়া ওদের দু'জনের চেহারায় মিশে থাকে।

এই সকালবেলায়ও বাবা-মাকে দেখতে দেখতে ওর কচি মনে সেই ভাবনাটি আবারো দোলা দিয়ে যায়- ' বড় মানুষগুলো আসলেই একদম বাবুদের মত। কত সহজেই এরা সব ভুলে যায়!' Good Luck

# অণুগল্প

বিষয়: সাহিত্য

৮৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273071
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৫
কাহাফ লিখেছেন :
অল্প কিছু শব্দের নন্দনিক গাথুনী-
অসাধারণ বিশালতায় জোড়ছে নাড়া দেয়
অনুভূতি-উপলব্ধিতার গহীন মনে.....।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতেই হয় আপনাকে। Rose
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৭
217188
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ এবং সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
273075
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৪
egypt12 লিখেছেন : সকালে কেন একসাথে কুণ্ডলী পাকিয়ে থাকে তা ছোট বাবুর বোঝার কথা না Winking)
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৬
217187
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ছোট বাবু তো কুন্ডলি পাকানোর ভিতরের রহস্য বোঝে নি। সে ওর চোখে যা দেখেছে, সেটাই অনুভব করে মায়ায় আপ্লুত হয়েছে। দিনের বেলা দুজনে কথা বলেনা, রাতে দু'দিকে ফিরে ঘুমায়, কিন্তু সকাল বেলা কেন একসাথে থাকে- এটাই ওর কচি ব্রেইনে ধরা দিয়েছে যে, বড়রাও বাচ্চাদের মানে ওর মত সব ভুলে যায়।
আপনার মন্তব্যের জন্য জাজাকাল্লাহ। Happy Good Luck Good Luck
273084
১১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৪
বুড়া মিয়া লিখেছেন : হিট একদম সুপারহিট!!!
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৮
217189
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই আপনাকে।
সাথে থাকবার জন্যও রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273094
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


বিন্দুতে সিন্ধু!!!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৫
217196
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আল্লাহপাক আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273098
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৫
রাইয়ান লিখেছেন : মিষ্টি অনুগল্পটি আসলেই ভালো লেগেছে ..... দক্ষ শিল্পীর হাত বলে কথা !
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪১
217225
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
আপনার ভালোলাগার অনুভূতিটুকু রেখে যাওয়াতে, আমারও ভালো লাগছে।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273099
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৬
Mujahid Billah লিখেছেন : পড়ে খুব ভাল লাগল!
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪২
217226
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আমার ব্লগে স্বাগতম!!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273105
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৫
দ্য স্লেভ লিখেছেন : দারুন ছোট গল্প
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪২
217227
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনার অনুভূতির জন্য জাজাকাল্লাহ!Good Luck Good Luck
273140
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৯
ফেরারী মন লিখেছেন : ক্যান ক্যান এত্তো কুণ্ডলী পাকাতে হবে। লজ্জা শরমের বালা নাই। Frustrated Frustrated

তবে লেখা সুন্দর হয়েছে। জাজাকআল্লাহ
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
217259
মামুন লিখেছেন : ধন্যবাদ।
মেয়ের দৃষ্টিতে বাবা-মা'কে দেখালাম। সেখানে লজ্জা কিসের? আর কুন্ডলি দু'জন এক সাথে নয়, একা একা পাকিয়েছিল Happy
ধন্যবাদ সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273220
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
আফরা লিখেছেন : ভাইয়া সত্যি আপনি অনেক ভাল একজন লেখক এত অল্প কথায় অনেক গভীর একটা বিষয় ফুটিয়ে তুলেছেন । যদিও আমার খুব খারাপ লেগেছে আমি কখনো আমার মা, বাবাকে এক সাথে দেখি নি । অনেক ধন্যবাদ ভাইয়া ।
১২ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১৮
217412
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ছোট বাচ্চারা বাবা-মায়ের সাথেই থাকে। তবে ইদানিং আকাশ সাহিত্যের বদৌলতে তাঁরা বয়সের তুলনায় অধিক পেকে (পরিণত হয়া/বয়সের তুলনায়) যাচ্ছে। তাই অনেক কিছুই যা আমাদের সময়ে ঐ বয়সে আমরা চিন্তাও করতে পারতাম না, তাদের অনুভূতিতে চলে আসছে।
ধন্যবাদ আপনাএ মন্তবযের জন্য। আর আপনাকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য 'স্যরি'।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১০
273604
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অল্পতে গভীরতা প্রকাশ করেছেন! ভালো লাগলো
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৭
217755
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ভাললাগার অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File