ছেলেমানুষি
লিখেছেন লিখেছেন মামুন ১১ অক্টোবর, ২০১৪, ০৮:৩১:১১ সকাল
সামান্য ব্যাপার নিয়ে রেজা ও কনার ভিতরে ঝগড়া হয়েছে।
দু'দিকে ফিরে রয়েছে দু'জন।
মাঝখানে ওদের টু-তে পড়ুয়া মেয়ে। ওর সাহায্য নিয়ে ভাববাচ্যে কথাবার্তা চলছে।
: তোমার বাবাকে জিজ্ঞেস কর খাবে কিনা?
: আম্মুকে বলে দাও খিদে নাই।
মেয়ে একবার বাবার দিকে তাকায়। পরক্ষণেই মাকে দেখে।
বড় মানুষগুলোর এই ছেলেমানুষি দেখে সে মনে মনে হাসে। ওর চেহারায়ও সেটা প্রকাশ পায়। এরা যে কি!
তবে রাতে ওকে মাঝখানে রেখে দু'জনে ঘুমালেও সকালবেলায় কিভাবে যেন দু'জনে পাশাপাশি কুন্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে। ঘুমন্ত এই দু'জনকে তখন ওর বড্ড ভাল লাগে। কত মায়া ওদের দু'জনের চেহারায় মিশে থাকে।
এই সকালবেলায়ও বাবা-মাকে দেখতে দেখতে ওর কচি মনে সেই ভাবনাটি আবারো দোলা দিয়ে যায়- ' বড় মানুষগুলো আসলেই একদম বাবুদের মত। কত সহজেই এরা সব ভুলে যায়!'
# অণুগল্প
বিষয়: সাহিত্য
৮৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অল্প কিছু শব্দের নন্দনিক গাথুনী-
অসাধারণ বিশালতায় জোড়ছে নাড়া দেয়
অনুভূতি-উপলব্ধিতার গহীন মনে.....।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতেই হয় আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
ছোট বাবু তো কুন্ডলি পাকানোর ভিতরের রহস্য বোঝে নি। সে ওর চোখে যা দেখেছে, সেটাই অনুভব করে মায়ায় আপ্লুত হয়েছে। দিনের বেলা দুজনে কথা বলেনা, রাতে দু'দিকে ফিরে ঘুমায়, কিন্তু সকাল বেলা কেন একসাথে থাকে- এটাই ওর কচি ব্রেইনে ধরা দিয়েছে যে, বড়রাও বাচ্চাদের মানে ওর মত সব ভুলে যায়।
আপনার মন্তব্যের জন্য জাজাকাল্লাহ।
সাথে থাকবার জন্যও রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
বিন্দুতে সিন্ধু!!!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আল্লাহপাক আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আপনার ভালোলাগার অনুভূতিটুকু রেখে যাওয়াতে, আমারও ভালো লাগছে।
জাজাকাল্লাহু খাইর।
আমার ব্লগে স্বাগতম!!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আপনার অনুভূতির জন্য জাজাকাল্লাহ!
তবে লেখা সুন্দর হয়েছে। জাজাকআল্লাহ
মেয়ের দৃষ্টিতে বাবা-মা'কে দেখালাম। সেখানে লজ্জা কিসের? আর কুন্ডলি দু'জন এক সাথে নয়, একা একা পাকিয়েছিল
ধন্যবাদ সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ছোট বাচ্চারা বাবা-মায়ের সাথেই থাকে। তবে ইদানিং আকাশ সাহিত্যের বদৌলতে তাঁরা বয়সের তুলনায় অধিক পেকে (পরিণত হয়া/বয়সের তুলনায়) যাচ্ছে। তাই অনেক কিছুই যা আমাদের সময়ে ঐ বয়সে আমরা চিন্তাও করতে পারতাম না, তাদের অনুভূতিতে চলে আসছে।
ধন্যবাদ আপনাএ মন্তবযের জন্য। আর আপনাকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য 'স্যরি'।
জাজাকাল্লাহু খাইর।
ভাললাগার অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন