যে গান থাকে গহন মনের ভাবে !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১১ অক্টোবর, ২০১৪, ০৭:৫৭:৩১ সকাল
শব্দের অনুভুতিক প্রকাশ মানব মনকে চিরকালই আলোড়িত করে। আর সেই শব্দের সাথে যদি সুর নামক সা, রে, গা, মা, পা, ধা, নি - নোটের অসংখ্য পারমুটেশন-কম্বিনেশন যোগ হয় তবে তা তো মনকে আন্দোলিত করবেই । তাই যুগ যুগ ধরে গান হচ্ছে মানব মনের চিরন্তন খোরাক আর নিবিড় ভাল লাগার জায়গা । পুরনো বাংলা গান, রবীন্দ্র, নজরুল, গজল, পপ , সফট রক, কান্ট্রি মিউজিক এমন কি দুর্বোধ্য বিদেশী ভাষার মনমোহিনী সুরের না বোঝা গান গুলো শুনতে তাই ভাল লাগে ।
গান দেহবিহীন মন ময় আমিকে টাইম মেশিনে করে বিশেষ সময়ে নিয়ে যায় । হারিয়ে ফেলা সেই সময়গুলো্র নস্টালজিক অনুভূতি ফিরিয়ে আনে কিছু অতীতের স্মৃতি । অম্ল মধুর অনুভুতিতে মন হয় আচ্ছন্ন । বয়স যত বাড়ে, আচ্ছনতা তত প্রকট হয় । যদিও সময়ের সাথে সাথে মানুষের ভাল লাগার গানের ধরন ও বদলায় । তবে কিছু গান ,সময় বয়স আর মুড সবকিছুকেই ছাপিয়ে যায় । শ্রোতারা তাদের বলেন কালজয়ী গান ।
যারা এই কালজয়ী গানগুলো লেখেন , সুর করেন আর গান তাদের আমার অন্য গ্রহের মানুষ বলে মনে হয় ?? গাইতে পারি না বলেই হয়তো বুঝি এই স্কিল টা আসলে খোদা প্রদত্ত উপহার ।
খুব ছোটবেলায় পাড়ার কচিকাঁচার মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের গাওয়া দেশ প্রেমের গানগুলো দিয়েই হয়তো গানের প্রতি ভালবাসা শুরু । আজও তাই সেই গানগুলোর সুর আর কথা কানে মধুর স্রিতি হয়ে বাজে, দেশপ্রেমের মূল্যবোধে নাড়া দেয় ।
আমার সোনার বাংলা ---জাতীয় সঙ্গিত
ধন ধান্যে পুষ্পে ভরা.... সমবেত সঙ্গিত
এই পদ্মা এই মেঘনা এই যমুনা, সুরমা নদী তটে... আবু জাফর/ ফরিদা পারভীন
এক সাগর রক্তের বিনিময়ে ...স্বপ্না রায় / সাবিনা ইয়াসমিন
এক তারা তুই দেশের কথা বলরে এবার বল... শাহনাজ রহমতউল্লাহ
এক নদী রক্ত পেরিয়ে...শাহনাজ রহমতউল্লাহ
একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়...শা হনাজ রহমতুল্লাহ্
আমার ভাইয়ের রক্তে রাংগানো ...আব্দুল লতিফ
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ...শাহনাজ রহমতউল্লাহ
আশির দশকের অসংখ্য ভক্তের ক্রাশ নাজিয়া হাসান এর "ডিস কো দিওয়ানি ; আহা !!" গান টি আজও মন রিমঝিম করে । সেই পপ গানটি এখনও আশ্চর্য রকম শার্প, সুরেলা লাগে ।
দেশীয় পপের সাথে সখ্যতা গুরু আজম খানের সালেকা মালেকা দিয়ে । তার সাথে সোলসের "তোরে পুতুলের মত করে সাজিয়ে ; মন শুধু মন ছুঁয়েছে । "
অতপর উঠতি বয়স - নিজের ভালোলাগার উপর নিটল পায়ে হাটতে হাটতে আর কিছুটা আধুনিক হতে হাই ভলিউমে ক্যাসেট প্লেয়ারে ইংরেজি গান শোনা শুরু । মনে পড়ে প্রথম ভাল লাগার ইংরেজি গানগুলো
" Because I love U "----Seikh Stevens
I want to know What love Is ....Foreigner
Hello, Is it me, U r looking for ....Lionel richie
Cheris For Love.....Kool & the Gang
Final Count Down.....Europe
আধবোঝা এই পাশ্চাত্তের গানটির কথাগুলিই ভালবাসার প্রথম পাঠ !!!
তারসাথে ক্লাসিক বাংলা গান গুলো
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে-সামিনা চৌধুরী
যদি হিমালয় আল্পসের- হেমন্ত মূখর্জি
চল না ঘুরে আসি অজানাতে -হ্যাপি আকনদ
দৃষ্টি প্রদীপ জ্বেলে - ডিফারেণ্ট টাচ
তুমি এসে আমার মনে - চিত্রা সিং
এই রাত তোমার আমার ... হেমন্ত মূখর্জি
মেহেদী হাসান এর ধ্রুপদ ও খেয়ালময় গজল আর জাগজিত /চিত্রার মেলোডি গজলে কেটেছে মধ্যবিত্ত পরিবারে না পাওয়ার বেদনার অনেক ক্ষণ । বিষণ্ণতার মুহূর্ত গুলিতে মান-অভিমান, হতাশা ,বিচ্ছেদ ও ব্যর্থতার সুরে বুদবুদ করে রাখা গজলের সাথে নীচের এই কালজয়ী গানগুলো আজও ভাবনাগুলোকে করে দেয় এলোমেলো ...।
বিমূর্ত এই রাত্রি আমার মৌণতার সুতোয় বোনা একটি রঙ্গিন চাঁদর..ভুপেন
আজ এই বৃষ্টির কান্না দেখে... নিয়াজ চৌধুরী
কবিতায় পড়া সেই বনলতা সেন ... নিয়াজ চৌধুরী
আয় খুকু আয়... হেমন্ত
কফি হাউসের সেই আড্ডাটা ... মান্না দে
আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃস্টি তোমাকে দিলাম-শ্রীকান্ত আচার্য
তুমি আজ কতদূরে...জগন্ময় মিত্র
TuJSe NaRaZ NaHi ZinDaGi ...... Amanat Ali
How Can I tell her....Lobo
Last christmass ---- George Michael
Careless Whisper ---- George Michael
Imagine...Lenon
Sacrifice....Elton Jhon
দেশ ছেড়ে সাগরের লোনা পানির প্রথম দিনগুলোতে মন বসাতে না পেরে হৃদয়ের অনেক গভীর থেকে লেখা সেই গান গুলো শুনে দিনের পর দিন চোখের জল ফেলেছি
Sailing away ...chris de burgh
Country Road Take me Home.....Denver
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া... আব্দুর জব্বার
চলমান এই জীবনের পরিভ্রমিত সময়গুলো অসংখ্য কালজয়ী গানের স্রিতিফ্রেমে আজ বন্দী ।
কি এমন ক্ষতি !! তা থেকে নাইবা মুক্ত হলে !!
ক্লান্ত হয়ে যেদিন আর সামনে আর তাকাতে ইচ্ছে করবে না; সেদিন নস্টালজিয়ার সঙ্গী হিসেবে এই গানগুলোকেই না হয় সঙ্গি করে নিব !!!
কারন গান যে মানুষের গহন মনের ভাবে; সুরে সুরে খুঁজে তারে জীবনের অধঃতলে ।।
বিষয়: বিবিধ
১৭৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহনাজের দুইটা গান খুব ভালো লাগতো, Europer এরটা নিয়ে তো কোন কথাই নেই আলটাইম হিট, হ্যাপী আকন্দ এর টা তো নিজেও বহু গেয়ে বেড়াতাম, ডিফারেন্ট টাচও খারাপ লাগতো না, মান্না দেরটাও বেশ ভালোই লাগতো, George Michael কে আমার সবসময় হাফলেডিস মনে হয়, Elton বেশ ভাবের, জব্বারেরটা নদীর তীরে বাতসে চুল উড়িয়ে গাইতে বা শুনতে বেশ।
গানের ভালোই পোকা ছিলেন দেখা যাচ্ছে আপনি, এখনও না-কি?
একসময় জাগ্রত অবস্থার বেশিরভাগ সময়ই পার হতো গান শুনে, এখন অবশ্য ভুলেই গেছি সব।
ইভা রহমানের আগ পর্যন্ত গানের ভালই ফিদা ছিলাম ।
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
৯৬-৯৮ সালে অবশ্য এরকম আমরাও করতাম কলেজে; এক কবিতা কারও মুখস্থ হয় না, নবীন-বরনে তাই প্যারোডি বানিয়ে আমরাই ষ্টেজে গীটার, কীবোর্ড, ড্রাম নিয়ে আরম্ভ করেছিলাম; পরে অবশ্য আমাদের সুরে সুরে ঐ কবিতা এমনেই সবার মুখস্থ হয়ে গেছিলো।
মন্তব্য করতে লগইন করুন