Good Luckভালোবাসার বিষন্ন প্রহর

লিখেছেন লিখেছেন মামুন ০৯ অক্টোবর, ২০১৪, ০৪:২৯:২৪ বিকাল



ভালোবাসার বিষন্ন প্রহর

Star Star Star Star Star Star

.

বিস্ময়গুলো এখন অবিশ্বাসের কালো কাপড়ে চোখ বেঁধে

হেঁটে বেড়ায় নীলাভ দৃষ্টিপথে। আর হৃদয়ের

উন্মুক্ত পথে শৃঙ্খলিত পদযুগল

খুঁজে বেড়ায় হ্যান্ডকাফে জোড়বদ্ধ ভালোলাগা!

.

অনুভূতির বোবা গর্জনে বিলীন হওয়া বিষন্ন প্রহর

থেমে থাকে ময়ুরাক্ষী নদীতটে, যেখানে ভালোবাসা

জাগবে বলে পদ্মফুলে ভ্রমরের অবাধ সঞ্চরণ!

.

এভাবেই তোমাকে নিয়ে দীর্ঘশ্বাসের বেড়াজালে

ক্রমেই আমার জড়িয়ে যাওয়া...আর

ছুটে চলা কাল থেকে কালান্তরে। Rose Good Luck

বিষয়: সাহিত্য

৯৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272567
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫২
প্রবাসী মজুমদার লিখেছেন : নুভূতির বোবা গর্জনে বিলীন হওয়া বিষন্ন প্রহর
থেমে থাকে ময়ুরাক্ষী নদীতটে, যেখানে ভালোবাসা
জাগবে বলে পদ্মফুলে ভ্রমরের অবাধ সঞ্চরণ!


আগাছা কবিত্বের ছড়াছড়িয়ে ডিঙ্গিয়ে আপনার শাণিত শব্দ যেন কবিতাকে আলোকিত করেছে।
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
216752
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনার সুন্দর অনুভূতি টুকু অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
272589
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


বরাবরের মতই সুন্দর!! জাযাকাল্লাহ..
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
216755
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
অনুভূতি রেখে গেলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
272646
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪০
আফরা লিখেছেন : ভাইয়া আপনি ভাল লিখেন এটাও ভালই হয়েছে ।
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:১২
216769
মামুন লিখেছেন : ধন্যবাদ আপুমনি!
রেখে যাওয়া অনুভুতিটুকু ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
272681
০৯ অক্টোবর ২০১৪ রাত ১০:৪২
সন্ধাতারা লিখেছেন : Chalam. Wonderful vaiya. Jajakallah.
০৯ অক্টোবর ২০১৪ রাত ১১:০৩
216788
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপু।
ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
272751
১০ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪২
কাহাফ লিখেছেন :
....এভাবেই তাহাকে নিয়ে দীর্ঘশ্বাসের বেড়াজালে
ক্রমেই আমার জড়িয়ে যাওয়া..... আর
ছোটে চলা কাল থেকে কালান্তরে।

১০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫১
216903
মামুন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
272772
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : খারাপ হয়নি, ভাল লাগল। কিন্তু মামুন ভাওইয়াকে ব্লগে এতো বেশি দেখি যে ভেবে কুল পাইনা অন্য কাজ গুলো ঠিক মত করা হয় কিনা!
১০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৩
216907
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমার এখন বন্ধের সময়। কাল থেকে আবারো জীবন-যুদ্ধে ঝাপিয়ে পড়ব। আমার সব কাজ রুটিনে বাঁধা। ব্লগে সময় দেয়াটাও এরই একটি অংশ। তবে এখান থেকে সময় কিছুটা কমিয়ে দিচ্ছি। এখন থেকে কমই দেখবেন। ধীরে ধীরে এক সময় হারিয়ে যাবো।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
১০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০২
216944
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই হারিয়ে যেতে বলিনি কিন্তু!!!! এই কথা আর মুখে আনবেন না!!!! প্রবীণরা না থাকলে আমাদের মত নবীনদের পথ দেখাবে কে???? অবশ্যই থাকবেন, থাকতে হবে, অল্প করে হলেও!
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৫
217155
মামুন লিখেছেন : ইনশা আল্লাহ, হারাবো না।
সবাই মিলে আমরা টুডে ব্লগ পরিবার।
ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File